সংবাদদাতা: ফাদার মাইকেল হেম্ব্রম
বোণী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো রাজশাহী ধর্মপ্রদেশের দক্ষিণ ভিকারিয়া পর্যায়ে খ্রিস্ট জন্মজয়ন্তী সমাপনী অনুষ্ঠান। ২৮ নভেম্বর দক্ষিণ ভিক্ষারিয়ায় অবস্থিত সকল ধর্মপল্লী থেকে আগত ফাদার, সিস্টার ও খ্রিস্টভক্তদের নিয়ে জুবিলী সমাপনী অনুষ্ঠান পালিত হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ভিকারিয়ার আহ্বায়ক বোর্ণী ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা, বনপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার দিলীপ এস. কস্তা সহ ১২জন যাজক ১ জন ডিকন, ১৩জন সিস্টারসহ ১৬০জন খ্রিস্টভক্ত। জুবিলী সমাপনী অনুষ্ঠানের মূলসুর ছিল “আমরা আশার তীর্থযাত্রী”।
ফাদার কান্তন এ. ভবনে সকাল নয়টায় উদ্ধোধনী প্রার্থনা, নৃত্য ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা অনুষ্ঠানে দক্ষিণ ভিকারিয়ার ধর্মপল্লীগুলোর বিভিন্ন সমস্যাসমূহ নিয়ে আলোকপাত করা হয়। দুপুরে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা এবং খ্রিস্টযাগে উপদেশ বাণী রাখেন ফাদার দিলীপ এস. কস্তা। ফাদার দিলীপ উপদেশে জুবিলী বর্ষের তাৎপর্য তুলে ধরে বলেন, বাইবেলের লেবীয় পুস্তকে আমরা জুবিলী পালনের নির্দেশনা পাই। জুবিলী বর্ষ পাপস্বীকার, পরস্পরকে ক্ষমা ও মন পরিবর্তনের মধ্য দিয়ে ঈশ্বরের ভালবাসা উপলব্ধি করার আহ্বান জানায়।




