সংবাদদাতা: ব্রাদার পার্থ পালমা, সিএসসি

হলিক্রস স্কুল অ্যাণ্ড কলেজে অধ্যয়নরত খ্রিস্টান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো আগমনকালীন নির্জনধ্যান। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত নির্জনধ্যান পরিচালনা করেন ফাদার সাগর কোড়াইয়া। উক্ত নির্জনধ্যানে পঞ্চাশজন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে হলিক্রস জুনিয়রেটের পরিচালক ব্রাদার পার্থ পালমা, সিএসসি বলেন, ছাত্র-ছাত্রীদের আধ্যাত্মিক যত্বের জন্য আমরা আজকে নির্জনধ্যানের আয়োজন করতে পারায় অত্যন্ত আনন্দিত। আশা করি, খ্রিস্টান ছাত্র-ছাত্রীরা তাদের জীবন সমন্ধে চিন্তা-ভাবনা করার সুযোগ পাবে।

নির্জন ধ্যান পরিচালক ফাদার সাগর কোড়াইয়া বলেন, আগমনকাল হচ্ছে- অপেক্ষা ও প্রস্তুতির সময়। আগমনকাল উদযাপন যত আধ্যাত্মিকতাপূর্ণ হবে- বড়দিন উদযাপন তত আনন্দপূর্ণ হবে। রাস্তা আঁকাবাঁকা হলে গাড়ি চালাতে যেমন সমস্যা হয় তেমনি জীবনের পথ আঁকাবাঁকা হলে জীবন পরিচালনা কষ্টকর হয়ে উঠে। তাই জীবনের রাস্তাগুলো সোজা-সরল করাটা জরুরী। আর এই আগমনকাল হচ্ছে রাস্তা সোজা করার উত্তম সময়। হলিক্রস স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা, সিএসসি বলেন, শিক্ষার পাশাপাশি খ্রিস্টান শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছাত্র-ছাত্রীদের নিজ নিজ ধর্মের আলোকে বেড়ে উঠার ক্ষেত্রে উৎসাহ প্রদান করে থাকে। আর এরই ধারাবাহিকতায় হলিক্রস স্কুল অ্যাণ্ড কলেজ, রাজশাহীতে খ্রিস্টান ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত আগমনকালীন নির্জনধ্যান জীবনে আলো ছড়াবে বলে আশা রাখি।

এরপর পাপস্বীকার সংস্কার ও খ্রিস্টযাগের মধ্য দিয়ে আগমনকালীন নির্জনধ্যান সমাপ্ত হয়।

Please follow and like us: