সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন
প্রভু নিবেদন ধর্মপল্লী সুরশুনিপাড়ায় পালিত হলো গ্রামের প্রার্থনা পরিচালকদের নিয়ে মাষ্টার মিটিং এবং প্রাক-বড়দিন উৎসব। উক্ত মিটিং ও প্রাক-বড়দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম থেকে আগত ৪০জন প্রার্থনা পরিচালক। উদ্বোধনী বক্তব্যে পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা বলেন, গ্রামের প্রার্থনা পরিচালকগণ হলেন গ্রামের প্রাণ। ফাদারদের সব গ্রামে যাওয়া সম্ভব হয়ে উঠে না। তবে ফাদারদের সহযোগি হয়ে প্রার্থনা পরিচালকগণ দায়িত্ব পালন করেন। তাই একটি গ্রামের আধ্যাত্মিক পরিবেশ কেমন হবে তা নির্ভর করে প্রার্থনা পরিচালকের উপর। আজকের এই দিনে প্রার্থনা পরিচালকদের উদার সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
এরপর রবিবাসরীয় ও বড়দিনের পাঠসমূহের ব্যাখ্যা এবং উপদেশের প্রস্তুতিসহ বড়দিনের মফঃস্বল ও সামাজিক বিষয় আলোচনা করা হয়। গির্জাপরিচালকগণ নিজ পরিবার থেকে আনা বড়দিনের পিঠা সবার সাথে সহভাগিতা করেন। পবিত্র খ্রিস্টযাগের পর সাঁন্তালি নৃত্যের মধ্য দিয়ে বড়দিনের কীর্তন করা হয়। আকর্ষণীয় খেলাধুলায় অংশগ্রহণের পর প্রার্থনা পরিচালকদের প্রদান করা হয় বড়দিনের উপহার।




