সংবাদদাতা: ফাদার শেখর কস্তা

উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীতে নতুন পালকীয় পরিষদের শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিটি গ্রাম থেকে পালকীয় পরিষদের নব নির্বাচিত সদস্য এবং সিস্টার সুপিরিয়র ও ৪জন ফাদারসহ ৩৫জন শপথগ্রহণ করেন। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত সভার শুরুতে সকলকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে পাল পুরোহিত ও পালকীয় পরিষদের সভাপতি ফাদার ফাবিয়ান মারাণ্ডী নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, পালকীয় পরিষদের কাজ হলো স্বেচ্ছাসেবামূলক কাজ। এটাতে কোন পারিশ্রমিক নেই ব্যক্তিগত কোন লাভ নাই। তবুও অন্যের মঙ্গল ও মণ্ডলীতে সেবাদানের জন্য আত্মত্যাগ করে এগিয়ে আসায় আপনাদের ধন্যবাদ জানাই।  খ্রিস্টের দেহরূপ মণ্ডলী গড়ার কাজে তিনি সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান।

উক্ত সেমিনারে রাজশাহী ধর্মপ্রদেশ কর্তৃক প্রবর্তিত পালকীয় পরিষদের গঠনের উপবিধি এবং সদস্য নির্বাচন নীতি ও তাদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপনা করেন ফাদার উইলিয়াম মুর্মু। উক্ত সভায় উপস্থিত সদস্যদের মধ্য থেকে পালকীয় পরিষদের সহ-সভাপতি, সেক্রেটারী ও বিভিন্ন কমিটির আহ্বায়ক নির্বাচন করা হয়। নির্বাচন পরিচালনা করেন ধর্মপ্রদেশের চ্যাঞ্চেলর ফাদার প্রেমু রোজারিও।

সভা শেষে পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। খ্রিস্টযাগে পৌরোহিত্য করেন ফাদার উইলিয়াম মুর্মু। খ্রিস্টযাগের শেষে পালকীয় পরিষদের নব নির্বাচিত সদস্যগণ শপথ গ্রহণ করেন।

 

Please follow and like us: