সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন
প্রভু নিবেদন ধর্মপল্লী সুরশুনিপাড়া’র অন্তর্গত দুধাই গ্রামে নবনির্মিত গির্জাঘর আশীর্বাদ ও উদ্বোধন করা হয়। ৭ ডিসেম্বর নবনির্মিত গির্জাঘর উৎসর্গ করা হয় ঈশ্বর জননী মা মারীয়া’র নামে। খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও। সাঁন্তালী দারাম ও পা ধোয়ানোর মধ্য দিয়ে বিশপ ও ফাদারদের বরণ করে নেওয়া হয়।
খ্রিস্টযাগের উপদেশে বিশপ বলেন, ঈশ্বর আমাদের ভালবাসেন ও আশীর্বাদ করেন যার প্রকাশ হচ্ছে এই গির্জাঘর। যেখানে আমরা ঈশ্বরের সাথে কথোপকথন করতে পারি। গির্জাঘরটি যেন খ্রিস্টভক্তদের একতার পরিচয় বহন করে। যে একতায় সবাই আমাদেরকে খ্রিস্টান হিসেবে জানতে পারেন।
খ্রিস্টযাগের পর ধন্যবাদ জ্ঞপনানুষ্ঠানে রাজশাহী ধর্মপ্রদেশের উন্নয়ন প্রশাসক ফাদার উইলিয়াম মুরমু গির্জাঘর তৈরীর জন্য পোপীয় বিশ্বাস বিস্তার সংস্থা, বিশপ মহোদয়, উপকারী বন্ধুগণসহ যারা গির্জাঘর তৈরীর সঙ্গে জড়িত তিনি তাঁদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে মণ্ডলীতে উন্মুক্তভাবে দান করার জন্য অনুপ্রেরণা প্রদান করেন। এছাড়াও পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা দুধাই গ্রামের গির্জামাষ্টার ও ইঞ্জিনিয়ার আন্তন কিস্কুকে একাগ্র প্রচেষ্টা ও খ্রিস্টভক্তদের সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।




