সংবাদদাতা: ব্রাদার রিমেক্স, সিএসসি

হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে অনুষ্ঠিত হলো ব্রাদার ফ্রান্সিস বয়লান বাস্কেটবল টুর্নামেন্ট। ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা, সিএসসি, সহকারী অধ্যক্ষ ব্রাদার জনি গ্রেগরী, সিএসসি ও অন্যান্য ব্রাদারগণ । এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাদার ফ্রান্সিস বয়লান, সিএসসি।

ব্রাদার বয়লান প্রতিষ্ঠানটির একজন অকৃত্রিম বন্ধু এবং নিবেদিতপ্রাণ সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন। তাঁর অমূল্য অবদানকে স্মরণ ও সম্মান জানাতেই এই টুর্নামেন্টটি তাঁর নামে উৎসর্গ করা হয়। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। দিনাজপুরের সেন্ট ফিলিপ’স স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

Please follow and like us: