সংবাদদাতা: ফাদার মিন্টু যোহন রায়

শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লী, ভূতাহারার চাকলা গ্রামে ওআইসিএস ও শিশুমঙ্গল দিবস পালন করা হয়। ১৩ ডিসেম্বর খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী পাল পুরোহিত ফাদার যখন মিন্টু যোহন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ফাদার উজ্জ্বল গোমেজ ও তিনজন সিস্টার।

ওআইসিএস ও শিশুমঙ্গল দিবসে যুব নৈতিকতা ও আধ্যাত্মিকতার বিষয়ে শিক্ষা দেন ফাদার মিন্টু রায়। এছাড়া ওয়াইসিএস এবং এর ভূমিকা সম্পর্কে কথা বলেন ফাদার উজ্জল গোমেজ ও সিস্টার পারুল মুর্মু।  শিশুদের প্রার্থনা শিক্ষা ও প্রার্থনা প্রতিযোগিতা পরিচালনা করেন সিস্টার গৌরী মুর্মু ও মনিকা চঁড়ে।

পরিশেষে পুরস্কার বিতরণী ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

Please follow and like us: