ফাদার সমর দাংগ, ওএমআই
সাধু ইউজিন ধর্মপল্লী লক্ষ্মণপুরে অনুষ্ঠিত হয়েছে আগমনকালীন নির্জনধ্যান। ১২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্জনধ্যানের মূলভাব ছিল, ‘‘সজাগ থাকো, ত্রাণকর্তা আসছেন”। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে গির্জা মাষ্টারগণ ও মারীয়া সেনাসংঘের সদস্যাগণ নির্জনধ্যানে অংশগ্রহণ করেন।
নির্জনধ্যানে মূলভাবের ওপর আলোচনায় ফাদার সমর দাংগ বলেন, আমরা আমাদের আধ্যাত্মিক ও বিশ্বাসের জীবনে অসচেতনভাবে, অলসতা করে বা আরো বিভিন্নভাবে ঘুমিয়ে থাকি। আধ্যাত্মিক, প্রার্থনা ও বিশ্বাসের জীবনে গুরুত্ব দিই না। তাই আগমনকালে ঈশ্বরের বাণী আমাদেরকে তাগিদ দান করে ও স্মরণ করিয়ে দেয় যে, আমরা যেন আমাদের পাপময় জীবন ত্যাগ করি। নম্রতা ও ত্যাগের মধ্য দিয়ে মনপরিবর্তন করি এবং ঈশ্বরের নিকট ফিরে আসি।
Please follow and like us:




