সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন
প্রভু নিবেদন ধর্মপল্লী সুরশুনিপাড়াতে অনুষ্ঠিত হয়েছে যুবক-যুবতীদের আগমনকালীন প্রস্তুতি। ১৩ ডিসেম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাল পুরোহিত ফাদার প্রদীপ কস্তা, ফাদার সাগর তপ্ন, ফাদার সুরেশ ডন বস্কো পিউরিফিকেশন, ফাদার সনেট কস্তা ও সিস্টারগণসহ বিভিন্ন গ্রাম থেকে আগত ১৫০ জন যুবক-যুবতী।
ফাদার সুরেশ পিউরিফিকেশন যুবক-যুবতীদের উদ্দেশ্যে বলেন, যুবক-যুবতীরা যেন হয়ে উঠে একেকজন নীতিবান মানুষ। এ বছর তোমাদের অন্তরে প্রভু যিশু জন্মগ্রহণ করবেন। যিশুকে নিয়ে সবার সাথে বড়দিনে আনন্দ করবে। পাপস্বীকার সংস্কারের পর যুবক-যুবতীরা খ্রিস্টযাগে অংশগ্রহণ করে। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ফাদার সনেট কস্তা। উপদেশে তিনি বলেন, আমরা দীক্ষারগুণে রাজকীয়, যাজকীয় ও প্রাবক্তিক দায়িত্ব লাভ করেছি। আমাদের দীক্ষাগুরু যোহনের মত সত্য প্রকাশের প্রবক্তা হতে হবে।
খ্রিস্টযাগের পর ছিলো বড়দিনের কীর্তন।




