সংবাদদাতা: সুশীল টুডু
রাজশাহী ধর্মপ্রদেশের যুব কমিশনের সহযোগিতায় নবাই বটতলা রক্ষাকারিণী মা-মারীয়ার ধর্মপল্লীতে ১২০ জন যুবক-যুবতীর অংশগ্রহণে অর্ধদিবসব্যাপী আগমনকালীন নির্জনধ্যান ও পাপস্বীকার অনুষ্ঠিত হয়। ১৩ ডিসেম্বর নির্জনধ্যানে “যিশুর প্রতীক্ষায়: আলোর পথেযাত্রা” মূলসুর উপর সহভাগিতা করেন ফাদার শেখর ফ্রান্সিস কস্তা। তিনি বলেন, যিশুর আগমনের মধ্য দিয়ে আমরা অন্ধকার থেকে বের হয়ে আলোতে ফিরে আসার আহ্বান পাই। অন্ধকারে বাস করা মানে হলো পাপের মধ্যে থাকা। পাপস্বীকার করার মাধ্যমে আমরা পুনরায় যিশুর কাছে ফিরে আসি এবং আামাদের জীবন আলোকিত হয়ে ওঠে।
মূলসুরের উপর আলোচনার পর অনুষ্ঠিত হয় পাপস্বীকার সংস্কার। এরপর খ্রিস্টযাগের মধ্যে দিয়ে নির্জনধ্যান সমাপ্ত হয়।
Please follow and like us:




