সংবাদদাতা: ফাদার মিন্টু যোহন রায়

ধর্মপ্রদেশীয় যুব কমিশনের সহযোগিতায় ভূতাহারা ধর্মপল্লীর পানিহারা গ্রামে ওআইসিএস ও শিশুমঙ্গল দিবস পালন করা হয়। ১৫ ডিসেম্বর অনুষ্ঠানে পঞ্চাশজন ছেলেমেয়ে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে যুব আধ্যাত্মিকতা ও নৈতিকতা বিষয়ে আলোচনা করেন ফাদার মিন্টু রায়। এছাড়াও ওয়াইসিএস’র উপর শিক্ষা দেন সিস্টার পারুল মুর্মু। অংশগ্রহণকারীরা প্রার্থনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পরিশেষে পাপস্বীকার সংস্কার এবং খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনের কার‌্যক্রম সমাপ্ত হয়।

Please follow and like us: