সংবাদদাতা: ফাদার প্লাবন রোজারিও, ওএমআই

রাজশাহী ধর্মপ্রদেশের যুব কমিশনের সহযোগিতায় সাধু পৌলের ধর্মপল্লী, কাটাডাঙ্গার অন্তর্গত বিভিন্ন গ্রাম থেকে ১১০ জন যুবক-যুবতীর অংশগ্রহণে অর্ধদিবসব্যাপী আগমনকালীন নির্জনধ্যান অনুষ্ঠিত হয়। ১২ ডিসেম্বর নির্জনধ্যানে “আগমনকাল ও আমাদের আধ্যাত্মিক প্রস্তুতি” মূলসুরের উপর সহভাগিতা করেন ফাদার প্লাবন রোজারিও, ওএমআই। মূলসুরের উপর আলোচনার পর অনুষ্ঠিত হয় পাপস্বীকার সংস্কার ও খ্রিস্টযাগ।

ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার কাজল লিনুস গমেজ, ওএমআই অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর দুপুরের আহারের পর উক্ত আগমনকালীন নির্জনধ্যান সমাপ্ত হয়।

Please follow and like us: