ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু

মথুরাপুর ধর্মপল্লীতে উদযাপিত হয় ধন্যা কুমারী মারীয়ার অমলোদ্ভব মহাপর্ব। ৮ ডিসেম্বর অনুষ্ঠানে পাল পুরোহিত ফাদার বার্ণার্ড রোজারিও, অন্যান্য ফাদার, সিস্টারসহ ধন্যা কুমারী মারীয়ার ৫৩ জন সদস্যা উপস্থিত ছিলেন।

পর্ব বিষয়ে আলোচনায় ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু বলেন, অমলোদ্ভব মানে পাপহীন অর্থাৎ আদিপাপ থেকে মুক্ত। মা মারীয়া ঈশ্বরের বিশেষ অনুগ্রহে আদিপাপ থেকে মুক্ত ছিলেন। আর এই পর্ব আগমনকালে পালিত হওয়ায় পর্বটি আগমনকালীন প্রস্তুতি, পবিত্রতা ও আধ্যাত্মিকতার গভীরে যেতে সহায়তা করে। ফাদার মাইকেল হেম্ব্রম খ্রিস্টযাগের উপদেশে বলেন, মা মারীয়া হলেন বিশ্বমণ্ডলীর মা। তিনি আমাদেরকে সব সময় আগলে রাখেন। মারীয়া হলেন ঈশ্বরপুত্র যিশুর জননী। ঈশ্বর তাঁকে সম্পূর্ণ পবিত্র অবস্থায় প্রস্তুত করেছিলেন।

খ্রিস্টযাগের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, লটারী ড্রসহ সবাইকে মা মারীয়ার ছবি উপহার প্রদান করা হয়।

Please follow and like us: