সংবাদদাতা: সজীব আন্থনী কুলুন্তুনু
বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পালিত হলো মহান বিজয় দিবস এবং পিঠা উৎসব। ১৬ ডিসেম্বর অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দিনটি শুরু করা হয়। পরবর্তীতে অধ্যক্ষ মহোদয় এবং শিক্ষকমণ্ডলী পিঠার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীরা তাদের বিভিন্নরকম পিঠা-পুলি পরিবেশন করে। কলেজ শাখার ১৪টি সেকশন ১৫টি স্টলে শিক্ষার্থীরা তাদের পিঠা-পায়েস পরিবেশন করে।
এ সময়ে শিক্ষক-শিক্ষার্থী সকলের মাঝেই ছিল উৎসবের আমেজ। পরবর্তীতে ১৪টি সেকশনের মাঝে রকমারি পিঠার উপস্থাপনা, পরিবেশনা ও স্টল ডেকোরেশনের উপর ভিত্তি করে পুরস্কার প্রদান করা হয়। প্রথম স্থান লাভ করে একাদশ মানবিক-ক শাখার শিক্ষার্থীরা। দ্বাদশ বিজ্ঞান-গ শাখা ২য় এবং একাদশ ব্যাবসায় শিক্ষা শাখা ৩য় স্থান অর্জন করেন। এরপর পুরস্কার বিতরণী এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অধ্যক্ষমহোদয় অনুষ্ঠানটির শুভ সমাপ্তি ঘোষণা করেন।
এছাড়াও কলেজ শাখায় ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে প্রতিটি বিভাগ হতে ৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় একাদশ ব্যবসায় শিক্ষা বিভাগ এবং দ্বাদশ মানবিক বিভাগ। চূড়ান্ত ম্যাচে দ্বাদশ মানবিক বিভাগ ৯ ইউকেটে জিতে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।




