সংবাদদাতা: তুষার বেনেডিক্ট বিশ্বাস

রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের সহায়তায় আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো আগমনকালীন আধ্যাত্মিক প্রস্তুতি ও নির্জনধ্যান। ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত আধ্যাত্মিক প্রস্তুতিতে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও, ফাদার সনেট কস্তা, সিস্টার নির্মলা, এসসিসহ ৬৩ জন ছেলেমেয়ে।

‎আগমনকালীন এ প্রস্তুতির মূলসুর হিসেবে বেছে নেওয়া হয়েছে “প্রভুর আগমন ও আমাদের প্রস্তুতি”। এ বিষয়ে ফাদার প্রেমু বলেন, যিশুর আগমন আমাদের জন্য একটি বিশেষ মূহুর্ত তাই আমাদের নিজেদের প্রস্তুত করা খুবই প্রয়োজন।

Please follow and like us: