ফাদার সমর দাংগ, ওএমআই

লক্ষ্মণপুর, সাধু ইউজিন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে যুবদের আগমনকালীন নির্জনধ্যান। ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্জনধ্যানের মূলভাব ছিলো ‘‘ত্রাণকর্তা তুমি এসো”। ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে যুবরা এই নির্জন ধ্যানে অংশগ্রহণ করে।

মূলভাবের উপর আলোচনায় ফাদার হেরোত বলেন, আমরা আমাদের আধ্যাত্মিক ও বিশ্বাসের জীবনে অসচেতনভাবে, অলসতা করে বা আরো বিভিন্নভাবে ঘুমিয়ে থাকি। আধ্যাত্মিক, প্রার্থনা ও বিশ্বাসের জীবনে অনেক সময়ই গুরুত্ব দান করিনা। ত্রাণকর্তা প্রভু যিশু আমাদের নিকট আসছেন। তাই আগমনকলে ঈশ্বরের বাণী আমাদেরকে তাগিদ দান করে ও স্মরণ করিয়ে দেয় যে, আমরা যেন আমাদের পাপময় জীবনকে উপলদ্ধি করে নম্রতা ও ত্যাগের মধ্য দিয়ে মনপরিবর্তন করি এবং ঈশ্বরের নিকট ফিরে আসি।

আগমনকালীন নির্জনধ্যানের অনুষ্ঠানে আরো ছিলো পাপস্বীকার ও খ্রিস্টযাগ।

 

Please follow and like us: