সংবাদদাতা: ব্রাদার পার্থ পালমা, সিএসসি

হলিক্রস স্কুল অ্যাণ্ড কলেজ, রাজশাহীতে অনুষ্ঠিত হলো ধন্যবাদ ও বর্ষ সমাপনী অনুষ্ঠান। ২১ ডিসেম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ব্রাদার তরেন যোসেফ পালমা, সিএসসি, উপাধ্যক্ষ ব্রাদার জনি গ্রেগরী, সিএসসি, রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, অন্যান্য ফাদার, ব্রাদার, শিক্ষকমণডলী ও তাদের পরিবারের সদস্য-সদস্যাগণ। এছাড়াও স্বল্প সময়ের জন্য পবা উপজেলার ইউএনও মহোদয়ও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাধ্যক্ষ ব্রাদার জনি গ্রেগরী, সিএসসি বলেন, আজকের এই ধন্যবাদ ও বর্ষ সমাপনী অনুষ্ঠানে প্রত্যেককে ধন্যবাদ জানাই। সারাবছর আপনারা এই হলিক্রস পরিবারকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য ব্যাপক কাজ করেছেন। ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী বলেন, আমাদের জীবনের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। বছরের শেষান্তে এসে আসুন সমস্ত ভালো কিছুর জন্য সৃষ্টিকর্তার প্রশংসা করি।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও অতিথিদের অংশগ্রহণে ছিলো গান, কবিতা ও নৃত্য পরিবেশন। এছাড়াও সবাইকে উপহার প্রদান করা হয়। সমাপনী বক্তব্যে অধ্যক্ষ ব্রাদার তরেন পালমা, সিএসসি বলেন, হলিক্রসের পরিবারের প্রত্যেকজন শিক্ষক ও কর্মী বিগত একটি বছর শ্রম দিয়েছেন। তাই হলিক্রসের সাফল্য একক কোন অর্জন নয়; বরং সবার সম্মিলিত প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। তবে এই অর্জনকে ধরে রাখার জন্য ভবিষ্যতেও কাজ করে যেতে হবে।

 

 

Please follow and like us: