সংবাদদাতা: ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু
সাধ্বী রীতা’র ধর্মপল্লী, মথুরাপুরে ছাত্র-ছাত্রীদের জন্য বড়দিনের আধ্যাত্মিক প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর অনুষ্ঠানে ফাদার পিউস গমেজ, ফাদার জের্ভাস গাব্রিয়েল মুরমু, সিস্টার এবং ১৪০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূলভাব ছিলো ‘আগমনকাল: আত্মিক প্রস্তুতি ও অন্তরে যিশুর জন্মের আহ্বান’।
উদ্বোধনী বক্তব্যে ফাদার পিউস গমেজ বলেন, আগমনকাল হলো আত্মপরীক্ষা, প্রার্থনা, অনুশোচনা ও প্রস্তুতির সময়; যাতে নিজেকে ভালোভাবে মূল্যায়ন করে বড়দিন উদযাপন করা সম্ভব হয়। বড়দিনে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্যের সাথে আনন্দ সহভাগিতা করা উচিত।
এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য ছিলো পাপস্বীকার সংস্কার গ্রহণ ও খ্রিস্টযাগ।
Please follow and like us:




