সংবাদদাতা: ফাদার প্রেমু রোজারিও

রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সাথে বড়দিনের সৌজন্য সাক্ষাৎ করেন। ২২ ডিসেম্বর এই সাক্ষাৎে ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, চ্যান্সলর ফাদার প্রেমু রোজারিও, হলিক্রস স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার তরেন পালমা, সিএসসি, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্প্যসহ অন্যান্য ফাদার ও সিস্টারগণ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎের শুরুতেই বিশপ মহোদয় ভারতীয় সহকারী হাইকমিশনারকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন এবং একত্রে কেক কাটেন। এরপর বিশপ মহোদয় রাজশাহী ধর্মপ্রদেশে কাথলিক মণ্ডলীর বড়দিনের প্রস্তুতি এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলাপ-আলোচনা করেন। বিশপ মহোদয় সকল ধরণের সহযোগিতার জন্য ভারতীয় সহকারী হাইকমিশনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। দেশের শান্তি-স্থিতিশীলতা ও সম্প্রীতি যেন নষ্ট না হয় সেই দিকে সচেতন থাকার আহ্বান জানান সহকারী হাইকমিশনার।

Please follow and like us: