সংবাদদাতা: বেনেডিক্ট তুষার বিশ্বাস 

আন্ধারকোঠা ধর্মপল্লীতে প্রয়াত ফাদার পিটার ডেভিড পালমার স্মরণে স্মারণিক খ্রিস্টযাগ উৎসর্গ করা হয় । ১১ জানুয়ারি খ্রিস্টযাগে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে খ্রিস্টভক্তগণ উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগ উৎসর্গ করেন ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী আরও উপস্থিত ছিলেন ফাদার প্রেমু রোজারিও , ফাদার সনেট কস্তা এবং ফাদার সিজার কস্তা। খ্রিস্টযাগে বাণী সহভাগীতা করেন ফাদার সিজার কস্তা।

ফাদার সিজার কস্তা বলেন, birth এবং death এর প্রথম অক্ষর নিলে হয় B এবং D। আর এর মধ্যে হয়েছে C এবং C দিয়ে হয় Choice যার অর্থ পছন্দ করা। আমাদের জন্ম এবং মৃত্যুর স্থানকাল আমাদের হাতে না থাকলেও ঈশ্বর আমাদের স্বাধীনতা দিয়েছেন আমাদের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার। তাই জন্ম ও মৃত্যুর মাঝের যে সময়টা সেখানে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

‎পবিত্র খ্রিস্টযাগের পরে স্মৃতিচারণ করেন কয়েকজন খ্রিস্টভক্ত এবং উপস্থিত ফাদারগণ। ফাদার ফাবিয়ান মারাণ্ডী খ্রিস্টভক্তদের অনুরোধ করে বলেন, আমার যেনো ফাদারদের যত্ন নিই, কারণ ফাদারগণ নিজের সর্বস্ব ছেড়ে আমাদের সেবা দিতে বিভিন্ন স্থানে কাজ করেন।

 

Please follow and like us: