সংবাদদাতা: প্রশান্ত সন্তোষ মুর্মু

বাংলাদেশে নিযুক্ত পোপের প্রতিনিধি আর্চবিশপ কেভিন রাণ্ডাল ও বিশপ জের্ভাস রোজারিও মুশরইল ধর্মপল্লী ও সেমিনার পরিদর্শন করেন। ২২ জানুয়ারী সাঁন্তালী ঐতিহ্যবাহী দাঁসাই নৃত্য ও পা ধোয়ানোর মধ্য দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হলিক্রস যাজক সম্প্রদায়ের প্রভিন্সিয়াল ফাদার জর্জ কমল রোজারিও, সিএসসি, ওয়াইএমসিএ, এশিয়ার প্রেসিডেন্ট বাবু মার্কুশ গমেজ এবং অবসরপ্রাপ্ত জেনারেল জন গমেজ।

অনুষ্ঠানের শুরুতে সেমিনারীর পক্ষে ফাদার বিশ্বনাথ মারাণ্ডী ও ধর্মপল্লীর পক্ষে ফাদার প্রশান্ত আইন্দ স্বাগত বক্তব্য রাখেন। বিশপ জের্ভাস রোজারিও বক্তব্যের মধ্যে খ্রিস্টভক্তদের সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেন। আর্চবিশপ কেভিন রাণ্ডাল বলেন, ঈশ্বর আত্মার দিক থেকে আমাদেরকে নিজ প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন। আমরা হলাম পবিত্র আত্মার দেহ মন্দির। তিনি আমাদের শক্তি দিয়েছেন। তিনি সেমিনারীয়ানদের উদ্দেশ্যে বলেন, তোমরা পড় এবং অন্তর দিয়ে অনুধাবন করবে। ঐশজনগণকে নেতৃত্ব দেবার জন্য নিজেদেরকে গড়ে তোল।

বক্তব্যের শেষে আর্চবিশপ সেমিনারী, ধর্মপল্লী ও সিষ্টারদের কনভেন্টের জন্য ঐশকরুণার ছবি এবং ফাদার, সিস্টার ও সেমিনারীয়ানদের হাতে রোজারীমালা উপহার তুলে দেন।

Please follow and like us: