সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়
শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লী, ভূতাহারায় দুইদিনব্যাপী শিশুমঙ্গল এনিমেটরদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ ও ২৪ জানুয়ারী অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণে বিভিন্ন গ্রাম থেকে ২৮ জন এনিমেটর অংশগ্রহণ করেন।
২৩ জানুয়ারী ছিলো পবিত্র আরাধনা, পাপস্বীকার ও পরিচয় পর্ব অনুষ্ঠান। এছাড়াও শিশুদের পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে এনিমেটরদের শিক্ষা প্রদান করা হয়। ২৪ জানুয়ারি খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী পুরোহিত ফাদার যোহন মিন্টু রায় ও ফাদার উজ্জ্বল গমেজ। ফাদার যোহন মিন্টু রায় উপদেশে ‘শিশুদের আমার কাছে আসতে দাও’ বিষয়ে বলেন, আমরা প্রত্যেকে যেন শিশুসুলভ সহজ-সরল ও গ্রহণীয় মনোভাবের মানুষ হয়ে উঠি।
দিনের অধিবেশনে শিশুমঙ্গল এনিমেটরদের দায়িত্ব-কর্তব্য বিষয়ে দলীয় আলোচনা ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, শিশুমঙ্গল এনিমেটর হিসেবে বিভিন্ন কৌশল ও শিশুদের উপযোগী এ্যাকশন গান শিক্ষা দেন ফাদার উজ্জ্বল গমেজ, সিস্টার পারুল মুর্মু, সিআইসি, সিস্টার গৌরি মুর্মু ও সিস্টার যাচিন্তা রোজারিও, এলএইচসি।




