গত ১৪ থেকে ১৭ আগষ্ট ২০১৯ খ্রিস্টাব্দে, মারীয়াবাদ ধর্মপল্লী বোর্ণীতে রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্যেগে এবং বাংলাদেশ কাথলিক স্টুডেন্টুস মুভমেন্ট (বিসিএসএম) এর সহায়তায় “পরিবেশ ও সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং টেকসই উন্নয়নে যুব সমাজের ভূমিকা” শীর্ষক মূলসুরের উপর ভিত্তি করে রাজশাহী ধর্মপ্রদেশীয় ছাত্র সম্মেলন ২০১৯ আয়োজন করা হয়। এই আনন্দঘন সম্মেলনে অংশগ্রহণ করেন রাজশাহী ধর্মপ্রদেশের ৯টি ধর্মপল্লী হতে ১০৯ জন সদস্য-সদস্যা, ১১ জন এনিমেটর, ২ জন ফাদার, ২ সিষ্টার এবং বর্তমান কার্যকরী পরিষদসহ ১২৬ জন। মুলসুরের উপর উপস্থাপনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তা, “বিসিএসএম ও নেতৃত্ব” এর উপর উপস্থাপনা রাখেন বাংলাদেশ কাথলিক স্টুডেন্টুস মুভমেন্ট (বিসিএসএম) এর বর্তমান জাতীয় সভাপতি প্যাট্রিক দৃশ্য পিউরীফিকেশন এবং সাংঘঠনিক সম্পাদক ভিক্টর জয়ন্ত বিশ^াস, “মোটিভেশন (আত্মহত্যা, ধর্ষণ ও মাদক)” এর উপর উপস্থাপনা রাখেন ফাদার সিজার কস্তা ও ভিক্টর জয়ন্ত বিশ^াস, “বিসিএসএম দক্ষতা উন্নয়ন” বিষয়টা পরিচালনা করেন জয় আলেকজান্ডার হালদার ও শাওন রোজারিও। এরপর প্রতিটি ধর্মপল্লী হতে গত ১ বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন, বার্ষিক নির্বাচন, নাটিকা প্রতিযোগিতা, সমাপনী খ্রিস্টযাগ এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত করা হয়।
রাজশাহী ধর্মপ্রদেশীয় ছাত্র সম্মেলন ২০১৯ খ্রিস্টাব্দ
Please follow and like us: