বরেন্দ্রদূত সংবাদদাতা
রাজশাহী জেলার তানোর উপজেলার দিব্যস্হলী গ্রামের নিজবাড়িতে অনুষ্ঠিত হয়েছে ফাদার উইলিয়াম মুর্মু’র যাজকীয় জীবনের রজতজয়ন্তী অনুষ্ঠান। ৩০ জানুয়ারি রজত জয়ন্তীর খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন বিশপ জের্ভাস রোজারিও, ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, বাংলাদেশ ধর্মপ্রদেশীয় যাজক ভ্রাতৃসংঘের সভাপতি ফাদার মিন্টু লরেন্স পালমা, অন্যান্য ফাদার, ব্রাদার, সিস্টার ও খ্রিস্টভক্তগণ।
২৯ জানুয়ারি ফাদার উইলিয়াম মুর্মু’র মঙ্গলকামনায় নিজ গ্রামে পবিত্র সাক্রামেন্তীয় আরাধনা ও মঙ্গলানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি বিশপ, ফাদার উইলিয়াম মুর্মু ও অন্যান্য ফাদারদের সাঁন্তালী দারাম ও পা ধৌতকরণের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।
পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার উইলিয়াম মুর্মু। উপদেশে তিনি বলেন, আমার যাজকীয় জীবনের জন্য ঈশ্বরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাধু জন মেরী ভিয়ান্নী জনগণকে যেমন বলেছিলেন, আমাকে আর্সের পথ দেখাও আমি তোমাদের স্বর্গের পথ দেখাবো; তেমনি আমি একজন ধর্মপ্রদেশীয় যাজক হিসেবে বিগত পঁচিশ বছর সংস্কারীয় কাজের মধ্য দিয়ে জনগণকে স্বর্গের পথে চালিত করার চেষ্টা করছি।
বিশপ জের্ভাস রোজারিও বলেন, ফাদার উইলিয়ামকে ছাত্রকালীন অবস্থা থেকে আমি চিনি। তিনি রাজশাহী ধর্মপ্রদেশে প্রশংনীয় অবদান রাখছেন। এছাড়াও ফাদার উইলিয়ামের পিতামাতা ছিলেন আদর্শ ও দৃঢ় খ্রিস্টবিশ্বাসে পরিপূর্ণ। আর এই পরিবার থেকে দুইজন সন্তানকে মণ্ডলীর জন্য দান রাজশাহী ধর্মপ্রদেশ তথা মাতামণ্ডলীর জন্য বড় আশির্বাদ। আজকের এই দিনে ফাদার উইলিয়ামকে শুভেচ্ছা জানাই।
খ্রিস্টযাগের পর ফাদার উইলিয়াম মুর্মুকে সংবর্ধনা জানানো হয়।




