গত ২৯ থেকে ৩১ আগস্ট ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে রহনপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপল্লী পর্যায়ে যুব সম্মেলন ও আহব্বান দিবস। এই যুব সম্মেলনের মূলভাব ছিল “খ্রিস্টবিশ^াসের আলোকে যুব জীবনাহ্বান”। এতে বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত ১৭০ জন যুবক-যুবতী অংশগ্রহন করেন। মুলভাবের আলোকে বক্তব্য রাখেন শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা তিনি তার সহভাগিতায় বলেন, একজন যুবা হিসেবে আধ্যাত্নিক ও নৈকিত ভাবে আমরা আমাদের জীবনে কি ভাবে উন্নতি লাভ করতে পারি? এবং কি ভাবে খ্রিস্টিয় বিশ্বাসের আলোকে আমাদের যুবা জীবনের আহ্বান খুঁজে পেতে পারি। এরপর পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও যুবক-যুবতীদের উদ্দেশ্যে খ্রিস্টযাগ উৎসর্গ করেন এবং খ্রিস্টযাগের পর তিনি যুবক-যুবতীদের সাথে মতবিনিময় সভা করেন এই সময় তিনি বলেন, একজন যুবা হিসেবে আমরা কি ভাবে মন্ডলীতে সেবা করতে পারি, অবদান রাখতে পারি এবং কি ভাবে সক্রিয় অংশগ্রহন করতে পারি?। এসময় যুবক-যুবতীরাও তাদের মনের কথা বিশপ মহোদয়ের সাথে সহভাগিতা করেন। এই যুব সম্মেলনে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তা, চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলাপ্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার। তারা প্রত্যেকেই যুবক-যুবতীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য তুলে ধরেন। পরিশেষে পাল-পুরোহিত ফাদার বাবলু কর্ণেলিউস কোড়াইয়া তার অনুভূতি ব্যক্ত করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে যুব সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।

Please follow and like us: