গত ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টােব্দ, কারিতাস রাজশাহী অঞ্চলের লাইফ প্রকল্পের উদ্যোগে সমাপ্ত হলো ২টি ব্যাচে দিন ব্যাপী “শিশু সুরক্ষা” বিষয়ক প্রশিক্ষণ। প্রশিক্ষণে লাইফ প্রকল্পের কমিউনিটি স্বাস্থ্য ভলেন্টিয়ার ৩১জন ছেলে ও ৪৫জন মেয়েসহ মোট ৭৬জন অংশগ্রহণ করে। প্রশিক্ষণে প্রদানের মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্য শিশু সুরক্ষা, শিশু অধিকার ও শিশু নির্যাতন সম্পর্কে সচেতন করে তোলা। এছাড়াও শিশুদের মর্যাদা, নিরাপত্তা এবং বিভিন্ন কর্মকান্ডে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধি করার ক্ষেত্রে সচেতন করে তুলা ফলে তারা নিজ নিজ অবস্থান থেকে পরিবার, স্কুল, কলেজ ও সমাজে ভূমিকা রাখার জন্য সচেষ্ট হবে। প্রশিক্ষণটি কারিতাস আঞ্চলিক অফিসের আঞ্চলিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

Please follow and like us: