গত ৭ থেকে ১২ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্দ্যেগে রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যুব দিবস। এই বছর ধর্মপ্রদেশীয় যুব দিবসের মূলসুর ছিলো, “আমি প্রভুর দাসী! আপনি যা বলেছেন, আমার তা-ই হোক” (লুক ১:৩৮)। উক্ত যুব দিবসে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১০৬ জন। এছাড়াও, ১ জন বিশপ, ৩ জন ফাদার, ২ জন সিষ্টার, ১ জন ডিকন, ৯ জন স্বেচ্ছাসেবক-সেবিকা এবং ১৩ জন এনিমেটর সার্বক্ষণিক সহায়তা প্রদান করেন। প্রথমে পবিত্র ক্রুশের অর্চনা, যুব দিবসের ক্রুশ স্থাপন, প্রদীপ প্রজ্জ্বলন, শুভ উদ্বোধন এবং রাতে স্বাগতিক ধর্মপল্লীর পক্ষ হতে বরণ ও পরিচিতি পর্বের মাধ্যমে যুব দিবসের যাত্রা শুরু হয়। পরের দিন সকালে উদ্বোধনী পবিত্র খ্রিস্টাযাগ উৎসর্গ করেন ধর্মপ্রদেশের পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও, ডিডি। পবিত্র খ্রিস্টযাগের পর বর্ণাঢ্য যুব র্যালী, জাতীয় পতাকা ও ধর্মপ্রদেশীয় যুব পতাকা উত্তোলন, হ্যারিটেজ কর্ণার ও দেয়ালিকা উদ্বোধন করার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। উক্ত যুব দিবসে যেসকল বিষয়ের উপর ক্লাস প্রদান করা হয় তা হলো: “আমি প্রভুর দাসী! আপনি যা বলেছেন, আমার তা-ই হোক।” (লুক ১:৩৮) ফাদার পল গমেজ, ‘কৃষ্টি-সংস্কৃতির মধ্য দিয়ে মঙ্গলবাণী প্রচারে যুবাদের ভূমিক’ ফাদার সিজার কস্তা, ‘মাক্সিমুম ইল্লুদ ও শিষ্যচরিত পুস্তকের আলোকে বাণী প্রচার ও যুব সমাজ’ ফাদার প্যাট্রিক গমেজ, ওয়ার্কশপ: আসক্তি: মাদক, হতাশা, আত্মহত্যা ও নৈতিকতা’ এস.এম. আব্দুল্লা আল রেজা এবং ‘আসক্তি: মোবাইল, ইন্টারনেট, ফেইসবুক ও প্রযুক্তি ফাদার বাবলু কোড়াইয়া এবং ‘বিশপস্ সিনড ও যুবাদের নিয়ে মণ্ডলীর ভাবনা’ ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেরা, সিএসসি।
এছাড়াও দিনব্যাপী ছিল এক্সúোজারের ব্যবস্থ্যা, যার সাহায্যে অংশগ্রহণকারীগণ বিভিন্ন পরিবারে গিয়ে জীবনাভিজ্ঞতা করতে সক্ষম হয়েছে, ছিল জারিগান ও সাধু-সাধ্বীদের জীবনীর উপর প্রতিযোগিতার ব্যবস্থা, ছিল পাপস্বীকারের ব্যবস্থা, ছিল বিশ্বাস ও জীবনাহ্বানের সিদ্ধান্ত গ্রহণ ও ধর্মপল্লী ভিত্তক কর্মপরিকল্পনা গ্রহণ। শেষদিন সন্ধ্যায় সমাপনী পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ধর্মপ্রদেশের চ্যঞ্চেলর শ্রদ্ধেয় ফাদার উইলিয়াম মুর্মু। খ্রিস্টযাগের পর ফাদার যুবাদের প্রতিজ্ঞা পাঠ করান এবং আগামী ২০২০ খ্রিস্টাব্দে যুব দিবসের জন্য যুব ক্রুশ হস্তান্তর করেন মুহিপাড়া ধর্মপল্লীর যুবক-যুবতীদের হাতে। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও ধন্যবাদমূলক বক্তব্যের মাধ্যমে ধর্মপ্রদেশীয় যুব দিবসের সমাপনী ঘোষণা করা হয়।
রহনপুর ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপ্রদেশীয় যুব দিবস
Please follow and like us: