গত ২৫ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, ফৈলজানা ধর্মপল্লীর অন্তর্গত পাবনা ফাতিমারাণী উপকেন্দ্রে অনুষ্ঠিত হলো অভিবাসন সেমিনার। মূলতঃ পাবনা শহরে বসবাসরত কিছু সংখ্যক খ্রীষ্টভক্তগণ স্থায়ীভাবে এবং দেশের বিভিন্ন প্রান্তের অনেক খ্রীষ্ট বিশ্বাসী ভাইবোনেরা চাকুরীসূত্রে বসবাস করেন। তাই রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের সৌজন্যে এবং ফৈলজানা ধর্মপল্লীর ব্যবস্থাপনায় পাবনা শহরে অবস্থানরত অভিবাসী খ্রীষ্টভক্তগণের জন্য এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের শুরুতেই পাল-পুরোহিত ফাদার এ্যাপোলো রোজারিও, সিএসসি স্বাগত বক্তব্য রাখেন এবং এরপরই রাজশাহী ধর্মপ্রদেশীয় ন্যায় ও শান্তি কমিশনের সমন্বয়কারী ফাদার বিকাশ রিবেরু বক্তব্য রাখেন। তিনি বলেন, “বর্তমান পৃথিবীতে অভিবাসী একটি বড় সমস্যা। কারণ অভিবাসনের ফলে সামগ্রিকভাবে ব্যক্তি ও পারিবারিক জীবনে একটি অস্থিরতা ও নানা সংকট তৈরি হচ্ছে। তাই আমাদেরকে সম্মিলিত ভাবে এ সকল সংকট মোকাবেলা করে নিজেদের বিশ্বাস টিকিয়ে রেখে জীবন যাপন করতে হবে”। এরপর বক্তব্য রাখেন কমিশনের সদস্যরা, প্রথমে মি. রতন পেরেরা ও পরে সিস্টার জ্যোতি সরকার, সিআইসি তারা বলেন, “আমাদের প্রত্যেকের ভাল কাজ গুলো এই পৃথিবীতে রয়ে যায়। তাই আমরা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ হওয়া সত্ত্বে ও খ্রীষ্টবিশ্বাসী হিসেবে আমাদেরকে এক হয়ে চলতে হবে। আমাদের একে অন্যের সাহায্যে এগিয়ে আসতে হবে। তবেই আমরা পৃথিবীতে সকল মানুষের কাছে একটি দৃষ্টান্ত হয়ে উঠতে পারবো”। পরিশেষে, ফাদার এ্যাপোলো সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ জগতে আমরা সবাই অভিবাসী। তাই আমাদের প্রত্যেকেরই একে অন্যের সাহায্যে ও প্রয়োজন আছে। তাই আমরা যদি একে অন্যের পাশে দাঁড়াই, তবে আমাদের অনেক সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো এবং সকলে এগিয়ে আসলে আমরা অনেক বড় ও কঠিন কাজ ও করতে পারবো”। এই অভিবাসন সেমিনারে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ৬০ জন।
পাবনা ফাতিমারাণী উপকেন্দ্রে অনুষ্ঠিত হলো অভিবাসন সেমিনার
Please follow and like us: