
গত ২৬ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী কারিতাস লাইফ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হলো পথশিশু ও বস্তিবাসী শিশুদের জন্য আয়োজিত বাৎসরিক খেলাধুলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাগানপাড়া ক্যাথিড্রালের হলরুমে এই খেলাধুলা প্রতিযোগিতার মাধ্যমে পথশিশু ও বস্তিবাসী শিশুদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা হয়েছে। অপরদিকে এই সুবিধাবঞ্চিত শিশুরা তাদের প্রতিভা ও যোগ্যতা প্রকাশ করার মধ্য দিয়ে ৯০জন বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়। পুরস্কার হিসেবে যেসকল শিশুরা লেখাপড়া করে তাদের জন্য শিক্ষা উপকরণ হিসেবে খাতা এবং যারা বিভিন্ন কাজের সাথে যুক্ত সেসকল শিশুকে পরিবারে ব্যবহার্য্য উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি: সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক(ডেজিগনেট), কারিতাস রাজশাহী অঞ্চল। প্রধান অতিথি হিসেবে ছিলেন ফাদার পল গমেজ, পাল পুরোহিত-ক্যাথিড্রাল ধর্মপল্লী, ভিকার জেনারেল-রাজশাহী ধর্মপ্রদেশ এবং সদস্য নির্বাহী ও সাধারন পরিষদ কারিতাস বাংলাদেশ। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন মিসেস শাহ্নাজ বেগম, প্রধান শিক্ষিকা-হাই কেয়ার এন্ড হিয়ারিং সেন্টার, ঝাইতলা রাজশাহী, মি: দীপক এক্কা, কর্মসূচি কর্মকর্তা (দুর্যোগ ব্যবস্থাপনা), কারিতাস রাজশাহী অঞ্চল, মিস লুচিয়া মার্ডী, কর্মসূচি কর্মকর্তা (স্বাস্থ্য), কারিতাস রাজশাহী অঞ্চল। এই অনুষ্ঠানটিতে প্রায় ২০০জন সুবিধাবঞ্চিত পথশিশু এবং তাদের অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
কারিতাস এর উদ্যোগে অনুষ্ঠিত হলো পথশিশু ও বস্তিবাসী শিশুদের নিয়ে সুস্থ বিনোদন
Please follow and like us:




