গত ৩১ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দে, রাজশাহী ধর্মপ্রদেশের কাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো পোপ ফ্রান্সিস কর্তৃক ঘোষিত বিশেষ প্রেরণ মাস অক্টোবরের সমাপনি খ্রিস্টযাগ। বিশেষ প্রেরণ মাসের মূলসুর ছিল: “দীক্ষিত ও প্রেরিত”: প্রেরণ কাজে আমরা। মূলসুরের আলোকে সহভাগিতা করেন ফাদার ইম্মানুয়েল রোজারিও। তিনি তাঁর উপস্থাপনায় বলেন, মণ্ডলীর প্রেরণ কাজে বাণী প্রচারের কাজ কখনও শেষ হয়ে যায় না। সুতরাং আমরা বিশ্বাসপূর্ণভাবে যেন বাণী প্রচারের কাজ করতে পারি এবং প্রেরণের চেতনা নিয়ে যেন জীবনযাপন করি।
সমাপনি খ্রিস্টযাগে পৌরহিত্য করেন বিশপ জের্ভাস রোজারিও, তিনি তাঁর উপদেশে বলেন, প্রেরণ কাজের যাত্রাকে আমরা যেন নতুনভাবে ধারণ ও বহন করে মণ্ডলীকে এগিয়ে নিয়ে যেতে পারি। পবিত্রাত্মা আমাদের শক্তি, যার শক্তির বলে বলিয়ান হয়ে শিষ্যগণ প্রেরণ কাজের মাধ্যমে খ্রিস্টবাণী প্রচার শুরু করেন। সুতরাং প্রেরণ কাজে পবিত্রাত্মার শক্তিতে বলিয়ান হয়ে আমরা যেন কাজ করতে পারি। উক্ত সমাপনি অনুষ্ঠানের খ্রিস্টযাগে রাজশাহী ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে উপস্থিত ছিলো পুরোহিত, ডিকন, ব্রাদার, বিভিন্ন সম্প্রদায়ের সিস্টারগণ,ও স্থানীয় এবং বিভিন্ন ধর্মপল্লী হতে আগত প্রায় সহস্রাধিক খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
দীক্ষিত ও প্রেরিত: প্রেরণ কাজে আমরা
Please follow and like us: