গত ১ লা নভেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে, কারিতাস রাজশাহী অঞ্চলের লাইফ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পথশিশু ও বস্তিবাসী শিশু এবং তাদের অভিভাবকদের নিয়ে বার্ষিক সমাবেশ। দিনব্যাপী এই সমাবেশটির কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও লাইফ প্রকল্প অন্তর্ভূক্ত ১৫টি মহল্লার শিক্ষণীয় প্রতিবেদন উপস্থাপন ও শিশুদের সৃজনশীল কার্যক্রমের স্টল প্রদর্শনী এবং মহল্লা ভিত্তিক শিক্ষণীয় ভূমিকা অভিনয় প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী। উক্ত কর্মসূচি আয়োজনের মূল্য উদ্দেশ্য ছিল ১। পথশিশু, বস্তিবাসী শিশু এবং তাদের অভিভাবকগণ বিভিন্ন মহল্লার শিশু ও অভিভাবকদের সাথে পরিচিতি ২। শিশু ও অভিভাবকগণ লাইফ প্রকল্পের কার্যক্রমের ফলে তাদের ইতিবাচক পরিবর্তন দিকগুলো সহভাগিতা করা ৩। নিজ নিজ মহল্লার শিশুদের সৃজনশীল কার্যক্রম তুলে ধরা ৪। বিভিন্ন মহল্লার শিশু ও অভিভাবকগণ এক সাথে উৎসবমূখর দিন অতিবাহিত করা এবং ৫। এক মহল্লাবাসীর ভাল দিক জেনে অন্য মহল্লাবাসী চর্চা করা। উল্লেখিত উদ্দেশ্যকে সামনে রেখে দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মি: সুক্লেশ জর্জ কস্তা, আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জনাব মো: আনোয়ার কামাল, সহকারি পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, রাজশাহী, ফাদার পল গমেজ, পাল পুরোহিত-ক্যাথিড্রাল ধর্মপল্লী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: কারুজ্জামান (কামরু),কাউন্সিল, ওয়ার্ড নং-৫, রাসিক, জনাব মো: নুরুজ্জামান (টুকু), কাউন্সিলর, ওয়ার্ড নং -৬, রাসিক, ফাদার উইলিয়াম মুর্মু, চ্যান্সেলর-রাজশাহী ধর্মপ্রদেশ এবং চ্যাপলেইন-কারিতাস রাজশাহী অঞ্চল, এ্যাডভোকেট আজিজা সুলতানা মৌসুমী, রাজশাহী বার এসোসিয়েশন, জজ কোর্ট, রাজশাহী, শাহনাজ বেগম, প্রধান শিক্ষিকা, হাই কেয়ার এন্ড হিয়ারিং সেন্টার, ঝাউতলা, রাজশাহী, মিস লুচিয়া মার্ডী, কর্মসূচী কর্মকর্তা (স্বাস্থ্য), কারিতাস রাজশাহী অঞ্চল প্রমূখ, সারাদিনের কর্মসূচি সঞ্চালনায় ছিলেন মিসেস র্যান্সি রুথ হাঁসদা, জুনিয়র প্রোগ্রাম অফিসার, লাইফ প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল।
পিথশিশু ও বস্তিবাসী শিশু এবং অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক সমাবেশ
Please follow and like us: