কারিতাস বাংলাদেশ-এর প্রেসিডেন্ট পরম শ্রদ্ধেয় বিশপ জেমস্ রমেন বৈরাগী বিশপ, খুলনা ধর্মপ্রদেশ এবং মনোনীত মাননীয় পরিচালক (প্রোগ্রামস) মি. দাউদ জীবন দাস (বর্তমান আঞ্চলিক পরিচালক কারিতাস খুলনা অঞ্চল) ১৪ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে কারিতাস রাজশাহী অঞ্চল পরির্দশন করেন। পরির্দশনের অংশ হিসেবে তিনি কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের কার্যক্রম পরির্দশন করেন। অতঃপর কারিতাস রাজশাহী অঞ্চলের অঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হল রুমে অঞ্চলিক পর্যায়ের কর্মকতা / কর্মীদের সাথে মতবিনিময় সভা ও মুক্তালোচনায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় কারিতাস বাংলাদেশ-এর প্রেসিডেন্ট এবং পরিচালক (প্রোগ্রামস্) মহোদয়গণকে কর্মী/কর্মকর্তাদের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন কারিতাস রাজশাহী অঞ্চল-এর মাননীয় আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম। মতবিনিময় সভায় অত্র কারিতাস রাজশাহী অঞ্চলের চলমান উন্নয়ন কার্যক্রম বিষয়ে সহভাগিতা করেন মি. অসীম ক্রুশ, ইনচার্জ, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। আগামী দিনে কারিতাস বাংলাদেশ অত্র এলাকার দরিদ্র জনগণসহ আদিবাসী ভাই-বোনদের উন্নয়নে যেসব বিষয়ে উন্নয়ন পদক্ষেপ বা প্রকল্প গ্রহণ করতে পারে যেমন- কারিতাস রাজশাহী অঞ্চলে চলমান ঋণ কার্যক্রমকে তহবিল সহায়তার মাধ্যমে সম্প্রসারিত করা, শিক্ষা হতে ঝরে পড়া বেকার যুবকদের সক্ষমতা বৃদ্ধির জন্য কারিগরি স্কুলসমূহে তহবিলসহ প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আরও আধুনিক ও গতিশীলকরণ এবং এলাকার আদিবাসীদের উন্নয়নে যুগোপযোগী উন্নয়ন প্রকল্প গ্রহণ বিষয়ে সহভাগিতা করেন।

মতবিনিয়ময় সভায় নতুন মনোনীত মাননীয় পরিচালক (প্রোগ্রামস) মি. দাউদ জীবন দাস বলেন যে, কারিতাস বাংলাদেশ-এর অঞ্চল পর্যায়ের কর্মকর্তাগণ যেহেতু সরাসরি মাঠপর্যায়ে কর্মরত রয়েছেন, এজন্য তাদের উদ্যোগী হয়ে জনগণের উন্নয়নের চাহিদা নিরূপন করে উন্নয়ন প্রকল্প পরিকল্পনা গ্রহণ করে বিভিন্ন দাতা সংস্থার সহিত কারিতাস কেন্দ্রিয় অফিসের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করা।

কারিতাস বাংলাদেশ-এর প্রেসিডেন্ট পরম শ্রদ্ধেয় বিশপ জেমস্ রমেন বৈরাগী মহোদয় বলেন, বাংলাদেশ ক্যাথলিক বিশপস্ সম্মেলনীর একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে কারিতাস নামক প্রতিষ্ঠানটির জন্মই হয়েছে সমাজের দরিদ্র, নিপীড়িত, পিছিয়ে পড়া সেবা বঞ্চিত মানুষদের সেবাদানের উদ্দেশ্যে। মানব সেবায় কারিতাস বাংলাদেশ-এর মূল কথা হচ্ছে “আমরা সবাই এক মানব পরিবারের সদস্য”। এজন্য সকল মানুষের মানবীয় মর্যাদা রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি কারিতাস বাংলাদেশ-এর জন্ম ইতিহাস সকলের সাথে সহভাগিতা করেন। অদ্যকার মতবিনিময়ে যেসকল প্রস্তাবনা উত্থাপিত হয়েছে তা তিনি কারিতাস এর জেনারেল বোর্ড সভা এবং বিশপীয় কনফারেন্স সভায় উত্থাপন করবেন।

পরিশেষে তিনি মণ্ডলির সামাজিক শিক্ষার আলোকে সকলকে সেবা কাজের আহবান জানান। সবশেষে আঞ্চলিক পরিচালক মি. ডেভিড হেম্ব্রম উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। উল্লেখ্য, অনুষ্ঠান পরিচালনা করেন মি. অসীম ক্রুশ এবং মিসেস র‌্যান্সি রুথ হাঁসদা, কারিতাস রাজশাহী অঞ্চল।

বরেন্দ্রদূত রির্পোটার: শর্মি কস্তা, সেক্রেটারি, কারিতাস রাজশাহী অঞ্চল

Please follow and like us: