“অংশগ্রহণকারী মণ্ডলিতে বড়দিন উদযাপনে শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ১৮ ডিসেম্বর রোজ সোমবার ভাবগাম্ভির্যতা নিয়ে মুক্তিদাতা হাই স্কুল ইউনিট এর আয়োজনে রাজশাহী শহরে অবস্থিত বিভিন্ন স্কুলে কর্মরত প্রায় ৩৫ জন ক্যাথলিক শিক্ষক-শিক্ষিকা টিচার্স টিমের আওতায় অর্ধবেলা আগমনকালী নির্জনধ্যান করেন। নিজর্নধ্যানের শুরুতেই ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন, সিএসসি সকল শিক্ষক-শিক্ষিকা, সিস্টার, ফাদার ও ব্রাদারদের শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং এর পরপরই উদ্বোধনী প্রার্থনা, ফাদারের সহভাগিতা, পুনর্মিলন সাক্রামেন্ত প্রদান, খ্রিস্টযাগ উৎসর্গ, ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ও রাতের আহারের মাধ্যমে নির্জনধ্যান সমাপ্ত ঘোষণা করা হয়।
নির্জন পরিচালনা করেন খ্রিস্টজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রের পরিচালক ফাদার বাবলু কোড়াইয়া। তিনি অত্যন্ত সুন্দর, দক্ষতা ও সাবলীল ভাষায় প্রতিপাদ্য বিষয়টি ফুটিয়ে তুলেন। যা শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আনন্দ ও পরিতৃপ্তির সাথে গ্রহণ করেন। তিনি তার সহভাগিতায় বলেন, যিশুর আগমন আমাদের জীবনে অনেক তাৎপর্য বহন করে। যিশু এই পৃথিবীতে এসেছেন যেন আমরা পরিত্রাণ পাই। পাপের পথ যেন পরিহার করি। যিশু চান আমরা যেন একে অপরকে ক্ষমা করি, সকলকে যেন নিজের মতো ভালোবাসি। আমার পাশে যে গরীব-দুঃখী ভাই-বোনেরা আছে তাদের প্রতি যেন সহযোগিতার বা সহমর্মিতার হাত বাড়িয়ে দেই। আর এখানেই আমাদের বড়দিনের স্বার্থকতা।
বড়দিন মানে অন্যকে ভালোবাসা, অপরের অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে কাছে টেনে নেওয়া, মনের যত রাগ-ক্ষোপ, অহংকার, হিংসা, কামনা-বাসনা, লোভ-লালসা ইত্যাদি ঝেরে ফেলে দিয়ে সুন্দর মন যিশুকে গ্রহণ করতে পারলেই তাঁর জন্মের পরিপূর্ণতা পাবে।
তিনি আরো বলেন, শিক্ষকগণ সমাজের বিবেক স্বরূপ। শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে সমাজে বিদ্যমান বৈষম্য দূরীকরণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ বিনির্মাণে শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া সমৃদ্ধ জাতি গড়ে তুলতে শিক্ষকরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এই বড়দিন শিক্ষক-শিক্ষিকাদের জীবনে অনাবিল আনন্দ নিয়ে আসুক।
নির্জনধ্যান শেষে জাতীয় চ্যাপ্লেইন ব্রাদার প্লাসিড পিটার রিবেরু, ফাদার বাবলু কোড়াইয়া সকল শিক্ষককে ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বলেন যে, টির্চাস টিমে শিক্ষক শিক্ষিকাবৃন্দ যেন আরো সক্রিয় ও প্রাণবন্তভাবে টিচার্স টিমের কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরিশেষে ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সকল অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ নির্জনধ্যান পরিচালককে মুক্তিদাতা হাই স্কুল ইউনিটের পক্ষে ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানিয়ে নির্জনধ্যানের সমাপ্তি ঘোষণা করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন