
‘শিশু যিশু রোগীদের আনন্দদাতা’ এই মুলসুরকে কেন্দ্র করে পালিত হইলো প্রাক্ বড়দিন ২০২৩।
১৯ ডিসেম্বর রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্গত ও সিস্টারস অফ চ্যারিটি সম্প্রদায়ের সিস্টারদের দ্বারা পরিচালিত রোগীদের আশ্রয় কেন্দ্রে পালিত হলো প্রাক্ বড়দিন। এটি আয়োজন করে রাজশাহী ধর্মপ্রদেশীয় স্বাস্থ্য কমিশন এবং সহযোগিতায় ছিলেন ক্যাথলিক বিশপীয় সাস্থ্য কমিশন, বাংলাদেশ।
প্রাক বড়দিনের অংশ হিসেবে ছিল পাপস্বীকার, খ্রিস্টযাগ ও খ্রিস্টপ্রসাদ প্রদান, নভেনা প্রার্থনা কেক কর্তন।
রাজশাহী ধর্মপ্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু টি, রোজারিও। তিনি সকলের তার উপদেশে বলেন, পৃথিবীতে প্রত্যেকের জন্মের একটা উদ্দেশ্য রয়েছে। আর সেটা আমাদের খুঁজে বের করতে হয় । আমরা যেন বিশ্বাস না হারাই, ঈশ্বরে বিশ্বাস রাখি । তিনি সকলকে প্রার্থনাশীল মানুষ হতে বলেন । তিনি আরো বলেন, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকলে ঈশ্বর পুরস্কৃত করেন ।
খ্রিস্টযাগের পর কেক কাটা এবং উপহার দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : তুষার বিশ্বাস
Please follow and like us: