গত ১৫-১৬ ডিসেম্বর সাধু যোসেফের ধর্মপল্লী রহনপুরে প্রার্থনা পরিচালকদের নির্জনধ্যান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে প্রায় ৩৮ জন প্রার্থনা পরিচালক এই নির্জনধ্যানে অংশগ্রহণ করেন। ১৫ ডিসেম্বর শ্রদ্ধেয় ফাদার বার্ণার্ড রোজারিও সবাইকে ধর্মপল্লীতে স্বাগত জানান এবং নির্জনধ্যানের বিষয়ে সার্বিকদিক নির্দেশনা প্রদান করেন। সন্ধ্যায় পবিত্র সাক্রামেন্তের আরাধনার মাধ্যমে নির্জনধ্যান শুরু করা হয়।
১৬ ডিসেম্বর সকালে দেশের মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠান করা হয়। এরপর “আমাদের জীবনে আগমনকালের তাৎপর্য” প্রতিপাদ্য বিষয়ের উপর সহভাগিতা করেন নির্জনধ্যান পরিচালক ফাদার যোয়াকিম রবিন হেম্ব্রম। তিনি তার সহভাগিতায় বলেন, “যিশু আমাদের জীবনে আগমন করতে চান, তিনি বার বার আমাদের হৃদয় গোশালায় জন্ম গ্রহণ করতে চান। তাই আমরা যেন যিশুর আগমনের জন্য অন্তর আত্মাকে প্রস্তুত করি; পবিত্র করে তুলি। যেন এই হৃদয় গোলাশায় প্রভু যিশু জন্ম নিতে পারেন।
বসনইল গ্রামের প্রার্থনা পরিচালক সুবিন কেওয়া তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আজকে নির্জনধ্যান ও পাপস্বীকার সাক্রামেন্ত গ্রহণ করতে পেরে আমি অনেক আনন্দিত। কারণ পাপস্বীকার সাক্রামেন্তের মাধ্যমে ঈশ্বর আমার সকল পাপ মোচন করেছেন। এখন আমি আনন্দ মনে প্রভু যিশুর জন্মদিন বড়দিন উৎসব পালন করতে পারব।
পরিশেষে শ্রদ্ধেয় পাল-পুরোহিত ফাদার বার্ণার্ড রোজারিও প্রার্থনা পরিচালকদের সারা বছর নিষ্ঠার সাথে প্রার্থনা পরিচালনার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। দুপুরের মধ্যাহ্ন আহারের মাধ্যমে নির্জনধ্যানটির ইতি ঘটে।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার যোয়াকিম রবিন হেম্ব্রম