গত ১৮ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ বনপাড়া ধর্মপল্লীতে উদযাপিত হলো বনপাড়া কেন্দ্রীয় খ্রিস্টান যুব সংগঠন কর্তৃক আয়োজিত যুব সমাবেশ ও বড়দিনের প্রস্তুতি। এখানে সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যবৃন্দ,  BCSM, YCS এবং ধর্মপল্লীর সকল যুবক যুবতী মিলে মোট ৮০ জন অংশগ্রহণ করেন। এখানে উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত  শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা এবং বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সম্মানিত চেয়ারম্যান মি: বাবলু রেনাতোস কোড়াইয়া।
এই অনুষ্ঠানে সকালে পাপস্বীকার দেওয়া হয়। এর আগে শ্রদ্ধেয় ফাদার দিলীপ এস. কস্তা যুবক যুবতীদের বড়দিন এবং এর কিছু ইতিহাস সম্পর্কে বলেন। পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। খ্রিস্টযাগের পর প্রাক্- বড়দিন উপলক্ষে কেক কাটা হয়। তারপর সকলে একত্রে গ্রুপ ছবি তোলা হয়।
মি: বাবলু রেনাতোস কোড়াইয়া সকল যুবক যুবতীদের শুভেচ্ছা বিনিময় করেন এবং অত্র ক্রেডিটের নতুন একটি প্রোডাক্ট পেনশন ডিপোজিট স্কীম এর সম্পর্কে বিস্তারিত বলেন।  তিনি বলেন, এই স্কীম যুবক যুবতীদের বৃদ্ধ বয়সে অধিক সহায়ক ভূমিকা পালন করবে।
এরপর দুপুরের আহার বিরতি হয়। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সবশেষে, বড়দিনের র্কীতন করতে করতে এই যুব সমাবেশ ও বড়দিনের প্রস্তুতি অনুষ্ঠান সমাপ্ত হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : প্রহর গমেজ
Please follow and like us: