চাঁদপুকুরে বিশপ জের্ভাস রোজারিও’র পালকীয় সফর
গত ৩১.১২.২০২৩ খ্রিস্টাব্দে শান্তিরাজ খ্রিস্ট কাথলিক ধর্মপল্লী চাঁদপুকুরে পরম শ্রদ্ধেয় প্রভু বিশপ জের্ভাস রোজারিও পালকীয় সফরে আসেন। মালপুকুরের খ্রিস্টবিশ্বাসীগণ নৃত্যের মধ্যদিয়ে মিশনের প্রবেশ গেইট এর সামনে থেকে প্রভু বিশপকে মিশনের অফিস প্রাঙ্গণে আনা হয়। অতঃপর, সাঁওতাল কৃষ্টি অনুসারে মা-বোনেরা তাঁর পাঁ ধোয়ান ও মাল্য প্রদান করেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রভু বিশপ বলেন, শান্তিরাজ খ্রিস্ট কাথলিক ধর্মপল্লী চাঁদপুকুর তাঁর ভাল লাগার একটি স্থান। অনেক ব্যস্ততার পরেও আসতে পেরে ঈশ্বরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন।

চাঁদপুকুর ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার বেলিসারিও সিরো মন্তোযাও খ্রিস্টভক্তদের উদ্দেশ্যে উল্লেখ করেন যে, বিশপ মহোদয় আজ আমাদের মাঝে এসেছেন আমরা সত্যিই আনন্দিত, ঈশ্বরকে ও বিশপ মহোদয়কে ধন্যবাদ জানাই, তিনি যে আমাদের ভালবাসেন তারই বহি: প্রকাশ।

সন্ধ্যায় পবিত্র সাক্রামেন্তীয় আরাধনা ও পবিত্র খ্রিস্টযাগের মধ্যদিয়ে ২০২৩ খ্রিস্ট বর্ষের ঈশ্বরের সমস্ত দয়া, আশির্বাদের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়, একই সাথে ২০২৪ খ্রিস্ট র্বষের শুভ কামনা করে খ্রিস্টযাগের মধ্যদিয়ে উক্তদিনের কর্মসূচি শেষ হয়।

বাস্কেট বল কোর্ট উদ্বোধন
গত ০১.০১.২০২৪ খ্রিস্টাব্দ নতুন বছরের প্রথম দিনে পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও ডি. ডি. ক্রীড়াঙ্গন বাস্কেট কোর্ট উদ্বোধন করেন। আর্শিবাদ অনুষ্ঠান শেষ হবার পর শোভাযাত্রা করে সবাই মিশন চাতালে উপস্থিত হয়।

নতুন বছরে সবার মঙ্গল কামনা করে খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ মহোদয় । তিনি তার উপদেশ বাণীতে উল্লেখ করেন বড়দিনের সার্বজনীনতা। তিনি বলেন,‘যিশু সবার জন্যই এসেছেন, বড়দিন খ্রিস্টানদের হলেও বড়দিনের উৎসব জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার’। তিনি আদিবাসীদের মাদক থেকে দূরে থাকতে ও উন্নতির দিকে অগ্রসর হওয়ার জন্য অনুপ্রাণিত করেন।

এ দিন ৮৪ জোড়া দম্পতি তাদের বিবাহ বার্ষিকী নবায়ন করেন। এছাড়াও বড়দিনের গোশালা প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

শেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে নববর্ষের অনুষ্ঠান কর্মসূচী শেষ হয়।

বরেন্দ্রদূত রিপোর্টার : জন হাঁসদা

Please follow and like us: