ফা. সুনীল রোজারিও। বরেন্দ্রদূত প্রতিনিধি

ভাটিকান :

পোপ ফ্রান্সিস, বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত ভাটিকান সিটির কূটনীতিকদের বছরের শুরুতে এক সাক্ষাতকারে সংকট নিরসনে মানবতাকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্ব সম্প্রদায়কে অনুরোধ জানিয়ে সারোগেট (অর্থের বিনিময়ে অন্যের গর্ভ ভাড়া করা) মাতৃত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন। পোপের মতে, কিছু প্রযুক্তি ও ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধ বিধান, কোনোভাবেই ধর্মীয় বিধানের আওতায় পড়ে না। মানবতার প্রতি গুরুত্বারোপ ক’রে পোপ বলেন, বিশ্ব সম্প্রদায় চাইলে এটা কিছুতেই অসম্ভব নয় যুদ্ধ, সংঘর্ষ বন্ধ ক’রে মানবতা প্রতিষ্ঠা করা। ইউক্রেন এবং গাজা যুদ্ধের দিকে ইংগীত দিয়ে পোপ বলেন, “আমাদের ভুলে গেলে চলবে না যে, আন্তর্জাতিক মানবাধিকার আইন লংঘণ করা হলো যুদ্ধপরাধ। এগুলো নিয়ে আলোচনার চেয়ে বন্ধ করা অধিক জরুরি।” আত্মরক্ষার বিষয়ে আরোও সতর্ক হতে হবে যেনো এর কারণে সাধারণ জনগণের ক্ষতি না হয়। বিশ্বের বিভিন্ন এলাকায় আত্মরক্ষার নামে হামলা, সন্ত্রাস দমন নীতির নামে বল প্রয়োগের কারণে সমস্যা সমাধানের চেয়ে অসন্তোষ আরো বৃদ্ধি পাচ্ছে। পোপ ভাটিকান ক‚নীতিকদের বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

ভারত- ১ :

রাফায়েল থাত্তিল সাইরো-মালাবার ইস্টার্ন চার্চের মেজর আর্চবিশপ হিসেবে নিযুক্ত হয়েছেন। কোচি শহরে অনুষ্ঠিত সিনোদে থাত্তিলকে মনোনীত করার পর পোপ ফ্রান্সিস আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন অনুমোদন করেছেন। সাইরো-মালাবার ইস্টার্ন রাইট চার্চের সাবেক প্রধান কার্ডিনাল জর্জ আলেনচেরী গত ৭ ডিসেম্বর তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর ৬৭ বছর বয়স্ক আর্চবিশপ থাত্তিলকে নিযুক্ত করা হয়। আর্চবিশপ থাত্তিল তাঁর প্রথম ভাষণের শুরুতে “সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।” সম্প্রতি এর্নাকুলাম-আনগামালি মহাধর্মপ্রদেশে নতুন করে প্রার্থনা পদ্ধতি অনুমোদনের পর গোটা বিশ্বের ৬০ লক্ষ্য ইস্টার্ন চার্চের অনুসারিদের মধ্যে অসন্তোষ ও বিভক্তি তৈরি হয়। এই চার্চের বিধান অনুসারে পোপের অনুমোদনের মধ্যদিয়ে রাফায়েল থাত্তিল হলেন সাইরো-মালাবার তথা ইস্টার্ন রাইট চার্চের ইতিহাসে ৫ম মেজর আর্চবিশপ।

ভারত- ২ :

ভারতের নয়া যুগের আদর্শ রাম মন্দির ভ্রাতৃত্বের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন লৌখনোর বিশপ মাথিয়াস। ভারত থেকে নির্মলা কার্ভালহো কর্তৃক পরিবেশিত খবরে বলা হয়েছে যে, বিশপ আশা প্রকাশ করে বলেছেন, মহাত্মা গান্ধী যে রাম রাজ্যের স্বপ্ন দেখেছিলেন এবার তা বাস্তবায়িত হবে- যা কোনো রাজনৈতিক বিষয় হয়ে উঠবে না। জানুয়ারির ২২ তারিখে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি অযোদ্যা নগরীরে রাম মন্দির উদ্বোধন করেন। এদিকে ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া নামক স্থানে রাম মন্দির প্রতিষ্ঠা উযাপনকালে কিছু চরমপন্থী হিন্দু একটি গির্জার চূড়ায় পতাকা উত্তোলন করেছে বলে চার্চ অভিযোগ করেছে। এই বিষয়ে পুলিশকে অবহিত করলে তারা উপরের নির্দেশে অভিযোগ গ্রহণ করতে অপারগতা স্বীকার করেন।

ভিয়েতনাম :

ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিগণ পোপের সঙ্গে সাক্ষাত করেছেন। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির বিদেশ বিভাগের প্রধান লি হোয়াই থ্রাং-এর নেতৃত্বে প্রতিনিধিগণ পোপের সঙ্গে সাক্ষাত করে দু’দেশের মধ্যে নতুন যুগের সূচনার আশাবাদ ব্যক্ত করেছেন। আগামী এপ্রিল মাসে ভিয়েতনামে ভাটিকানের আবাসিক দূতাবাস স্থাপনের কাজ শুরু হবে। তার আগে আর্চবিশপ পৌল রিচার্ড আসছে এপ্রিল মাসে ভিয়েতনাম সফর করবেন এবং বছরের শেষে ভাটিকানের বিদেশ বিষয়ক প্রধান কার্ডিনাল পিয়েত্রো পারোলিন-এর ভিয়েতনাম সফরের বিষয় নিয়ে আলোচনা করবেন। আগামী জুলাই মাসের দিকে ভিয়েতনামের প্রেসিডেন্ট ভো ভান থ্রোয়ং তার ভাটিকান সফরের সময় দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের নানা বিষয়াদি নিয়ে চুক্তি স্বাক্ষরিত করবেন। প্রেসিডেন্ট ভো তার সফরের সময় পোপ ফ্রান্সিসকে আনুষ্ঠানিকভাবে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানাবেন। আর্চবিশপ পৌল রিচার্ড বলেছেন, তারা গোটা বিষয়টি নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পোপ নিজেও ভিয়েতনাম সফরের গুরুত্ব উল্লেখ করেছেন।

জাপান :

জাপানের নাগোয়া ডাইয়োসিস সেখানকার ভ‚মিকম্প ক্ষতিগ্রস্থ শিশুদের সাহায্য করার জন্য পুনরায় কিন্টারগার্ডেন চালু করেছেন। কানাজাওয়া ধর্মপল্লীতে সাহায্য বিষয়ক একটি কেন্দ্র খোলা হয়েছে, যেখানে গত নববর্ষের ভূমিকম্পে বেঁচে যাওয়া শিশুদের জন্য সাহায্য গ্রহণ করা হবে। শিশুদের উন্নত খাবার সংগ্রহের জন্য আশেপাশে কিছু রেস্তোঁরার ব্যবস্থা করা হয়েছে। ভূমিকম্পে ২৩২জন নিহত হয়েছে।

রাশিয়া :

রাশিয়ার অর্থোডক্স চার্চের যাজকগণ গোপনে দেশোত্যাগ করছেন বলে রাজধানী মস্কো থেকে এশিয়া নিউজ জানিয়েছে। গোপনে দেশোত্যাগের কারণ হিসেবে বলা হয়ে যে, কর্তৃপক্ষ যাজকদের বাধ্য করছেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে জয়লাভের জন্য প্রার্থনা ও অস্ত্র আশির্বাদ করতে। যে সব যাজক যুদ্ধের কারণে এসব করতে অনীহা প্রকাশ করছেন, তাদেরকে ভয়-ভীতি দেখানো হচ্ছে- যাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে যুদ্ধে পাঠানোর জন্য। রাশিয়ার পড়শি দেশগুলোর অর্থোডক্স চার্চ রাশিয়ার পলাতক অর্থোডক্স যাজকদের গ্রহণে নিরুৎসাহ প্রকাশ করেছে। অনেক রুশ অর্থোডক্স যাজক তাদের পরিচয় গোপন রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন।

কুর্দিস্তান :

তুর্কী যুদ্ধ বিমান প্রায় প্রতিদিন ইরাকের কুর্দিস্তানের আমাদিয়া ধর্মপ্রদেশের বিভিন্ন গ্রামে বোমা বর্ষণ করছে বলে ইনিস্কে ধর্মপল্লীর পাল পুরোহিত সামির ইউসুফ অভিযোগ করেছেন। গত ডিসেম্বরের ২৩ তারিখে কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) কর্তৃক আক্রমনের পাল্টা জবাব হিসেবে ইরাক-সিরিয়া সীমান্তবর্তী কুর্দি এলাকায় তুর্কী বোমারু বিমান গোলা বর্ষণ করছে। ফাদার সামির, বাগদাদে অবস্থিত ভাটিকান প্রতিনিধিকে অনরোধ করেছেন, বিষয়টি নিয়ে তুর্কী কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে। এদিকে একই বিষয় নিয়ে সিরিয়ার জাজিরা ও ইউফ্রেটিসের আর্চবিশপ মার মোরিস আমসি তুর্কী বিমান হামলার নিন্দা জানিয়েছেন। তাঁর মতে এই হামলায় সাধারণ জনগণ মারাক্তকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাঁর ভাষায় এই বিমান হামলা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধচারণ।

Please follow and like us: