গত ১৯ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার রহনপুর ধর্মপল্লীর ঐতিহ্যবাহী গ্রাম কাশিয়াডাঙ্গায় সিস্টার মেরিনা হেম্ব্রম, সিআইসি এর শান্তিরানী সংঘে প্রথম ব্রত উদযাপন অনুষ্ঠান জাঁক-জমকপূর্ণভাবে পালিত হয়। এই দিন দিনাজপুর থেকে শান্তিরানী সংঘের সুপিরিয়র সিস্টার বীণা রোজারিও, অনুষ্ঠানের মধ্যমনি সিস্টার মেরিনা হেম্ব্রম, প্রথম ব্রত গ্রহণকারী আরও ৪জন সিস্টার ও অতিথি সিস্টারদের গ্রামের প্রবেশ পথ থেকে গীর্জাঘর পর্যন্ত নাচ, গান ও বাদ্য-বাজনার মাধ্যমে গির্জা ঘর পর্যন্ত আনা হয়।
পরবর্তীতে গীর্জাঘরের বারান্দায় সকল সিস্টারদের গ্রামবাসীর পক্ষ থেকে সান্তালী কৃষ্টির মাধ্যমে পা ধোয়ানো হয় এবং ফুল প্রদান ও মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা ও স্বাগতম জানানো হয়। নির্ধারিত সময়ে সিস্টার মেরিনার প্রথম ব্রত উপলক্ষে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পবিত্র খ্রিস্টযাগ শুরু করা হয়। খ্রিস্টযাগে পৌরহিত্য করেন শ্রদ্ধেয় ফাদার বার্ণার্ড রোজারিও এবং উপস্থিত ছিলেন ফাদার যোয়াকিম হেম্ব্রম ও ফাদার বাবলু কোড়াইয়া। এই পবিত্র খ্রিস্টযাগে প্রায় ৪০০ জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিল।
খ্রিস্টযাগের শেষে সিস্টার মেরিনা হেম্ব্রম, সিআইসি’কে গ্রামবাসীর তরফ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সিস্টার মেরিনা হেম্ব্রম তার অনুভূতি ব্যক্ত করে বলেন,“আমার এই আহ্বান জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তিনিই আমাকে মণ্ডলির কাজ করার জন্য আহ্বান করেছেন। যদিও আমার অনেক সীমাবদ্ধতা আছে তবুও ঈশ্বর আমাকে আহ্বান করেছেন। আমার জন্য সকলে প্রার্থনা করবেন যেন ব্রতীয় জীবনে বিশস্থ থেকে আজীবন ঈশ্বরের সেবা করতে পারি।
কাশিয়াডাঙ্গা গ্রামের গীর্জা মাস্টার জাখারিয়াস মুরমু তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “সিস্টার মেরীনা হেম্ব্রমকে ছোট থেকেই চিনি; কিন্তু তখন ভাবিনি সে একদিন সিস্টার হবে। আসলে আহ্বান বুঝার মত মন থাকতে হয়। আজ আমি অনেক আনন্দিত সিস্টার মেরিনা হেম্ব্রম আমাদের গ্রামের প্রথম সিস্টার তিনি আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছেন। আমরা অনেক গর্বিত।
উল্লেখ্য যে তিনি গত ৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে দিনাজপুর ক্যাথিড্রালে শান্তিরানী সংঘে ১ম ব্রত গ্রহণ করেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার যোয়াকিম হেম্ব্রম