নাম: পিটার ডেভিড পালমা
পিতা: পরিমল পালমা
মাতা: শিখা পালমা
জন্ম: ১৪ ডিসেম্বর, ১৯৮৮ খ্রিস্টাব্দ
প্রাতিষ্ঠানিক শিক্ষা
এসএসসি উর্ত্তীণ: ২০০৭ খ্রিস্টাব্দ
গঠন জীবন ও প্রাতিষ্ঠানিক শিক্ষা
আইএ উর্ত্তীণ: ২০০৯ খ্রিস্টাব্দ
ডিগ্রি উর্ত্তীণ: ২০১৪ খ্রিস্টাব্দ
পবিত্র আত্মা উচ্চ সেমিনারী উর্ত্তীণ: ২০২১ খ্রিস্টাব্দ
চাকরী
সাপ্তাহিক প্রতিবেশী: ৩০ আগস্ট, ২০২১ থেকে ৩০ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ
পালকীয় অভিজ্ঞতা
বোর্ণী ধর্মপল্লী: ০৪ মে, ২০২৩ থেকে ১৫ আগস্ট, ২০২৩ খ্রিস্টাব্দ
আন্ধারকোঠা: ১৭ আগস্ট ২০২৩ থেকে বর্তমান পর্যন্ত।
আজকের দিনটি আমার জন্য একটি বিশেষ ও পুণ্যময় একটি দিন। খ্রিস্টমণ্ডলিতে ডিকন হিসেবে অভিষিক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। আনন্দময় এ দিনটি আমার জীবনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর দিন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পিতা পরমেশ্বরকে, আমি অযোগ্য থাকা সত্বেও তিনি আমাকে আকড়ে ধরেছেন, বেছে নিয়েছেন তারই বাণী প্রচার করার জন্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পরম শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিওকে, যিনি আমাকে গ্রহণ করেছেন, সুযোগ দিয়েছেন মণ্ডলির সেবক হতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভিকার জেনারেল, চ্যান্সেলর, পরিচালক, আধ্যাত্মিক পরিচালক ও শিক্ষক মণ্ডলিকে যারা আমাকে সর্বদা খ্রিস্টীয় পথে চলতে সাহায্য ও পরামর্শ দিয়েছেন। কৃতজ্ঞ চিত্ত্বে ¡ ধন্যবাদ জানাই ফাদার পল গমেজ, ফাদার প্রেমু রোজারিও, ফাদার সুশান্ত কস্তা, ফাদার স্ট্যানলী কস্তা, ফাদার বুলবুল রিবেরু, ফাদার সাগর কোড়াইয়া, আমার বাবা-মা ও আত্মীয়-স্বজনদের যারা আমাকে সর্বদা সমর্থন করেছেন, বাহিরে থাকার সময়টুকুতে আমার যত্ন নিয়েছেন।
আমি প্রায় ২ বছর বাহিরে ছিলাম। এ সময়টুকু আমাকে অনেক কিছু শিখিয়েছে। এ সময়টুকুতেই আমি নিজেকে চিনতে শিখেছি এবং চিনেছি আমার জীবনে খ্রিস্ট যিশুকে।
চাকুরী জীবনের সময়টুকুতে সেমিনারী বা ধর্মপল্লীর পরিবেশ না পেলেও পেয়েছি যাজকের স্বান্নিধ্য। পেয়েছি আধ্যাত্মিকময় একটি পরিবেশ। এ সময়টুকুতে যাজকত্বই ছিল আমার ধ্যান-জ্ঞান। একটি সময় মনে হতো আমার জীবন থেকে ২টি বছর হারিয়ে গেল। কিন্তু এই ২টি বছর অতিক্রম করে আমি অনুধাবন করলাম আমি কিছুই হারাইনি। এ ২টি বছর আমাকে অনেক কিছু দিয়েছে। ২টি বছর নিয়ে আমার কোন হতাশা নেই, আমি বিশ্বাস করি যিশুই আমাকে এ সময়টুকু দিয়েছেন তাঁকে আমার জীবনে আবিষ্কার করতে।
বাহিরের সময়টুকুতে আমি অনুভব করেছি আমার উপর আমার ধর্মপ্রদেশের কর্তৃপক্ষসহ যাজক ও অনেক মানুষের সমর্থন। তাদের কাছ থেকে আমি পেয়েছি গঠনমূলক পরামর্শ, উপদেশ ও ভালবাসা। আমি বিশ্বাস করি স্বয়ং যিশুই তাদের মধ্যদিয়ে আমাকে দিক-নির্দেশনা প্রদান করে গেছেন। আপনাদের সবার কাছে আমি বিনীত ভাবে প্রার্থনা যাচ্না করি, আপনারা আমার জন্য প্রার্থনা করবেন আমি যেন একজন পবিত্র ও আধ্যাত্মিক যাজক হয়ে মণ্ডলিতে কাজ করতে পারি।
বরেন্দ্রদূত রিপোর্টার