ধর্মপ্রদেশীয় বিব্লিক্যাল ও কাটেক্যাটিক্যাল কমিশনের উদ্যোগে ৮-১০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল পর্যন্ত তপস্যাকালীন নির্জন ধ্যান অনুষ্ঠিত হয়। ধর্মপ্রদেশের সকল কাটেকিস্ট মাষ্টার, বাণী প্রচারক সিস্টার ও দিদিমনিদের নিয়ে বার্ষিক নির্জন ধ্যান খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই নির্জন ধ্যান পরিচালনা করেন ফাদার অনীল মারান্ডী।
নির্জন ধ্যানের মূল বিষয় ছিল “প্রার্থনা, উপবাস ও দানের মাধ্যমে ঈশ্বরের সানিধ্য লাভ”। তিনি বলেন, কেন প্রার্থনা করি। প্রার্থনা মানুষের জীবনে অদৃশ্যভাবে কাজ করে। প্রার্থনা হলো সংলাপ ঈশ্বরের সাথে মানুষের সংলাপের একটি উপায় বা মাধ্যম। প্রার্থনা করতে হয় মুখোমুখি বসে। প্রাথর্না করি, ধ্যান করি সবই ঈশ্বরের নিকট চাওয়া, অনুতাপ করা এবং ক্ষমা পাওয়ার জন্য। নীরবতার মধ্যে প্রভুর উপস্থিতি অনুভব করা। প্রার্থনাশীল মানুষের জীবন অন্য সাধারণ মানুষের চেয়ে আলাদা হয়। যিশু আমাদের শিখিয়েছেন কিভাবে প্রার্থনা করতে হয় এবং তিনি প্রতিটি কাজের আগে পিতা ঈশ্বরের নিকট প্রার্থনা করতেন। তাই মানুষ হিসেবে আমাদের প্রতিনিয়ত অনেক বেশী প্রার্থনা করা প্রয়োজন। সাধু-সাধ্বী ও মহৎ ব্যক্তিগণ প্রার্থনা ও দান নিষ্ঠার সাথে করেছেন। দান প্রথমে আমাকে দিতে হয় তারপর অন্যের নিকট আশা করতে পারি। সেবা করা, অন্যের মঙ্গল করা, কল্যাণ করা হলো দান। উপবাসঃ যিশু নিজে বাণী প্রচারের পূর্বে ৪০দিন উপবাস করেছেন। উপবাস হলো আত্মসংযম, কাজের প্রস্তুতি, নিজে সংযমী হওয়া। নিজের লোভ, লালসা রিপু দমন করা মন্দ কথা বাদ দেওয়া। উপবাসের মাধ্যমে শক্তি সঞ্চয় করা। মন্দের বিপরীত কাজ করা। ভালো কাজে আত্ম নিয়োগ করা। এই বিষয়ের উপর ব্যক্তিগত ধ্যান প্রার্থনা মাধ্যমে দিন অতিবাহিত করা হয়।
শেষে পাপ স্বীকার ও পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে নির্জন ধ্যান শেষ করা হয়। এই নির্জন ধ্যানে ১৫ জন মাষ্টার কাটেখিস্ট ৪ জন সিষ্টার ৪ জন দিদিমনিসহ ২৩ জন উপস্থিত ছিলেন।
বরেন্দ্রদূত রিপোর্টার : সুশীল টুডু