গত ৫ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ প্রভু নিবেদন গির্জা, সুরশুনিপাড়াতে মধ্য ভিকারিয়ায় সেবারত ফাদার-ব্রাদার ও সিস্টারদের জন্য ‘নিবেদিত জীবনে খ্রিস্টবিশ্বাসের সাক্ষ্যদান: আনন্দময় সহভাগিতা’ – মূলসুরের উপর ভিত্তি করে পাষ্কা পুনর্মিলনী ও সহভাগিতা সেমিনারের আয়োজন করা হয় রাজশাহী ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী/ব্রতধারিনীদের জন্য কমিশনের উদ্যোগে। এতে মধ্য ভিকারিয়া বিভিন্ন ও প্রতিষ্ঠানে সেবারত ২২ জন অংশগ্রহণ করেন। পাষ্কাপর্বের গান-বাণীপাঠ ও ক্ষুদ্র প্রার্থনার মাধ্যমে সেমিনার শুরু হয়।
উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্জ্বলন, পাল-পুরোহিতের শুভেচ্ছা-স্বাগত বক্তব্যসহ উক্ত কমিশনের সেক্রেটারী শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। মূলসুরের উপর সহভাগিতা রাখেন ব্রাদার প্লাসিড রিবেরু, সিএসসি। তিনি সহভাগিতায় তুলে ধরেন- নিবেদিত জীবন হলো স্বয়ং ঈশ্বর দ্বারা আহুত জীবন। দীক্ষারগুণে সবাই আহুত খ্রিস্টের সাক্ষ্য দানের। ঈশ্বরমুখী, পিতামুখী যাত্রায় আমরা নিবেদিত মানুষ। নিবেদিত জীবনে খ্রিস্টবিশ্বাসীদের সাক্ষ্যদান হওয়া উচিত নির্ভরযোগ্য/সত্য বাণী প্রচার। পুনরুত্থানের আনন্দ, শান্তি, ভালবাসার ও আশার বাণী প্রচার করা। যিশুর সুসমাচার প্রচার করা (সুসমাচার হলো- অন্ধ দেখতে পাচ্ছে, মৃত জীবন পাচ্ছে, বধির শুনতে পাচ্ছে, আশাহত মানুষ আশা পাচ্ছে)। পোপ ফ্রান্সিসের ভাষায় আনন্দ আত্মনিবেদনের সৌন্দর্য, উনি তিনবার একই কথা উচ্চারণ করেন আনন্দ, আনন্দ এবং আনন্দ সকলের নিকট আনন্দ নিয়ে যাওয়াই আমাদের নিবেদিত মানুষের কাজ। নিবেদিত মানুষের জীবন দেখে অন্যরা উপলদ্ধি করবে স্বর্গ কত সুন্দর। উন্মুক্ত সহভাগিতায় ফাদার-ব্রাদার-সিস্টারগণ পালকীয় সেবাদান করতে গিয়ে জীবনের আলোকিত অভিজ্ঞতা-ঘটনা সহভাগিতা করেন যা পরষ্পরের জীবনকে আলোকিত করেছে।
একসাথে পাষ্কাপর্বের কীর্তন গান ও দুপুরের আহারের মধ্য দিয়ে সেমিনারে ইতি টানা হয়।
বরেন্দ্রদূত রিপোর্টার : ফাদার স্বপন পিউরীফিকেশন