সংবাদদাতা: লর্ড ডানিয়েল রোজারিও
“তোমাদের পরম পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও” মূলসুরকে কেন্দ্র করে ১৮ জুলাই রাজশাহী ধর্মপ্রদেশের মুশরইল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল দিবস। এতে ধর্মপল্লীর ফাদার, সিস্টার ও সেমিনারিয়ান এবং বিভিন্ন গ্রাম থেকে শিশু ও শিশু এনিমেটরসহ মোট ৭৮ জন উপস্থিত ছিলেন। উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন পাল পুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ।
ফাদার প্রশান্ত আইন্দ উপদেশে বলেন, “শিশুরা সহজ- সরল; আর এজন্যই যিশু বলেছেন, যারা শিশুর মতো সহজ সরল তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করবে। তবে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন স্বার্থপর হয়ে না যাই, নিজের পাশাপাশি অন্যের চিন্তাও করতে হবে। ১৮৪৩ খ্রিস্টাব্দে ফ্রান্সে বিশপ চার্লস ফারবিন শিশুদের নিয়ে বেশ কয়েকটি উদ্দেশ্যকে সামনে রেখে শিশুমঙ্গল দিবসের সূচনা করেন। শিশুসংস্থার জনপ্রিয় একটি স্লোগান হলো ‘ শিশুরা শিশুদের সাহায্য করে। ”
খ্রিস্টযাগের পরে শিশুদের জন্য ছিল প্রার্থনা প্রতিযোগিতা। এতে ৪০ জন শিশু অংশগ্রহণ করে এবং বিজয়ী হয়। প্রার্থনা প্রতিযোগিতার বিচারকদের পক্ষ থেকে সেমিনারিয়ান লর্ড রোজারিও বলেন, “আমাদের দৈনন্দিন জীবনে প্রার্থনা অনেক গুরুত্বপূর্ণ। আজ তোমরা প্রতিযোগিতার জন্য যেসব প্রার্থনা শিখেছ তা ভবিষ্যতে কাজে লাগাবে। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ।
অংশগ্রহণকারী বৃষ্টি সরেন অনুভূতি ব্যক্ত করে বলে, “আজকে আমার অনেক আনন্দ লাগছে কারণ অনেকজনের সাথে দেখা হয়েছে। অনেক কিছু শিখেছি আজকে এবং আরো শিখব।” পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণী ও পাল পুরোহিতের সমাপনী বক্তব্যের মাধ্যমে শিশমঙ্গল দিবস সমাপ্ত হয়।