সংবাদদাতা: তুষার বিশ্বাস ও অঙ্কিতা ক্রুশ
রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে খ্রিস্টজ্যোতি পালকীয় সেবাকেন্দ্রে বিভিন্ন ধর্মপল্লী থেকে ১৮৩জন অংশগ্রহণকারী এবং ফাদার, সিস্টার, এনিমেটরসহ প্রায় ২০০জনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা পরবর্তী খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ ২০২৫ । ৩ থেকে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই গঠন প্রশিক্ষণের প্রধান লক্ষ্য ছিল যুবারা যেন জীবন সম্পর্কে সুন্দর ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তাদের জীবনে বাস্তবমুখী শিক্ষা লাভ করার মাধ্যমে মণ্ডলীর সাথে যুক্ত থেকে খ্রিস্টের আশা, বিশ্বাস ও ভালোবাসায় জগতকে আলোকিত করতে পারে।
এ বছর এইচএসসি পরীক্ষা পরবর্তী খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণের মূলসুর ছিল “যুবারা আশার তীর্থযাত্রী”। উদ্বোধনী খ্রিস্টযাগের উপদেশে বিশপ জের্ভাস রোজারিও বলেন, তোমরা এখন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছ, এখন উচিত সঠিক স্বপ্ন দেখা এবং বাস্তবায়নে সঠিক সিদ্ধান্ত নেওয়া।
প্রশিক্ষণে ফাদার এবং বিভিন্ন ব্যক্তি তাদের জীবনের আলোকে সহভাগিতা করেন। বিষয়গুলোর মধ্যে ছিলো, পবিত্র বাইবেল, মাণ্ডলিক আইন:পারিবারিক জীবন, মাণ্ডলিক ইতিহাস, প্রজনন স্বাস্থ্য, মাদক ও নিরাময়, ক্যারিয়ার প্ল্যানিং এবং সুরক্ষা।
উক্ত প্রশিক্ষণে বাইবেলভিত্তিক নাটিকা প্রতিযোগিতা এবং বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে পবিত্র খ্রিস্টযাগ, সার্টিফিকেট প্রদান এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষা পরবর্তী খ্রিস্টিয় গঠন প্রশিক্ষণ ২০২৫ এর পরিসমাপ্তি হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী, যুব কো-অর্ডিনেটর ফাদার শ্যামল জেমস গমেজ, কারিতাস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্যসহ অন্যান্য ফাদারগণ।
ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারাণ্ডী বলেন, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। জীবন যুদ্ধে এগিয়ে যাও এবং সফল হও। ড. আরোক টপ্য বলেন, তোমাদের সাথে থাকলে একটা অন্যরকম ভালোলাগা কাজ করে। তোমরাই ভবিষ্যতে দেশ ও মণ্ডলীর সেবা করবে, তাই সঠিক লক্ষ্যে এগিয়ে যাও।
অংশগ্রহণকারী সঞ্চিতা কোড়াইয়া বলে, এই কোর্সে এসে অনেক বিষয় সম্পর্কে জানতে পেরেছি যা আমার জ্ঞানকে আরো সমৃদ্ধ করেছে। যা কিছু শিখতে পেরেছি আমি চেষ্টা করবো তার মাধ্যমে আমার ভবিষ্যতেকে সুন্দর করতে।