সংবাদদাতা: ফাদার যোহন মিন্টু রায়

শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারায় পালিত হলো বালক যীশুভক্তা ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজার পর্ব। ভূতাহারা গ্রামের ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজা সংঘের ২৬জন সদস্যার নয়দিনের নভেনা ও পাপস্বীকার সংস্কার গ্রহণের পর ১ অক্টোবর এই পর্ব পালন করা হয়।

পর্বীয় খ্রিস্টযাগ উৎসর্গ করেন সহকারী পাল পুরোহিত ফাদার যোহন মিন্টু রায়। খ্রিস্টযাগের পর ছিল জলযোগ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাল পুরোহিত ফাদার সুশীল লুইস পেরেরার পরামর্শক্রমে আলাপ-আলোচনা শেষে সদস্যাদের সর্বসম্মতিতে ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজা সংঘের জন্য তিনটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনাগুলো হলো- ধর্মপল্লীর অন্যান্য বড় গ্রামেও ক্ষুদ্রপুষ্প সংঘ স্থাপনে কাজ করা, অখ্রিস্টান ওঁরাও গ্রাম পরিদর্শন-প্রচার, রোগী বাড়ি পরিদর্শন, প্রার্থনা ও দয়ার কাজ।

 

Please follow and like us: