সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন
সুরশুনিপাড়া ধর্মপল্লীতে অনুষ্ঠিত হল বাইবেল সেমিনার। ৩ অক্টোবর সেমিনারে ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার প্রদীপ কস্তা, সহকারী পাল পুরোহিত ফাদার সাগর জেমস্ তপ্ন, ডিকন অনু গমেজ, বাইবেল সোসাইটির দুইজন প্রতিনিধিসহ ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে ১৫০জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন।
উক্ত সেমিনারে বাইবেল সোসাইটির প্রতিনিধি জেমস্ বিশ্বাস বলেন, যিশুকে জানতে, খ্রিস্টবিশ্বাস বৃদ্ধিতে বাইবেলের বিকল্প নেই। বিশ্বাস সহকারে যারা বাইবেল পাঠ করেন তারা ঈশ্বরের আশির্বাদ লাভ করেন। ফাদার প্রদীপ কস্তা বলেন, আমরা যেন প্রতিদিন বাইবেল পড়ি এবং বাইবেল অনুযায়ী জীবন যাপন করি। তিনি আরো বলেন, আমরা বাইবেলের মধ্য দিয়ে ঈশ্বরের কথা শুনি। ঈশ্বর বাইবেলের মধ্য দিয়ে কথা বলেন আর আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমাদের আবেদন ঈশ্বরকে জানাই। আমরা যেন যত্ন সহকারে বাইবেল পড়ি এবং প্রতি পরিবারে যেন অন্তত একটি বাইবেল থাকে।
বাইবেল পড়ার গুরুত্ব এবং বাইবেলের ব্যবহার সম্পর্কে আলোচনার পরে প্রত্যেকজন খ্রিস্টভক্তকে স্বল্পমূল্যে সাঁন্তালী বাইবেল বিতরণ করা হয়। ‘পরিবারে প্রতিদিন বাইবেল পাঠ করব’ বলে সবাই অঙ্গীকার করে।