সংবাদদাতা: ফাদার সাগর তপ্ন

সুরশুনিপাড়া প্রভু যীশুর নিবেদন ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রাকবিবাহ প্রশিক্ষণ। ১ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত প্রশিক্ষণে সুরশুনিপাড়া ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে এবং অন্যান্য ধর্মপল্লী থেকে ৬২জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

উক্ত প্রশিক্ষণে বিভিন্ন প্রশিক্ষকগণ মাণ্ডলীক আইনে বিবাহ, বিবাহের গুরুত্ব, উদ্দেশ্য, লক্ষ্য, উপাদান, বিবাহ একটি ঐশ পরিকল্পনা ও দান, প্রাকৃতিক পরিবার পরিকল্পনা ও ধর্মশিক্ষা বিষয় সম্পর্কে শিক্ষাদান করেন। প্রশিক্ষণ শেষে তাদের প্রশিক্ষণের সার্টিফিকেট প্রদান করা হয়।

Please follow and like us: