সংবাদদাতা: ফাদার মুকুট বিশ্বাস
রহনপুর সাধু যোসেফের ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো প্রাকবিবাহ প্রশিক্ষণ। ৪ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত বিবাহ প্রশিক্ষণে ২১জন যুবক-যুবতী অংশগ্রহণ করে।
প্রশিক্ষণে সাক্রামেন্ত, বিবাহ একটি ঐশ পরিকল্পনা ও গুরুত্ব, পারিবারিক আয়-ব্যয়, সুষ্ঠু মনোনয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, সুখী দাম্পত্য জীবন এবং আদর্শ পরিবার গঠন, স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাণ্ডলীক আইন ও মিশ্র বিবাহ, পরিবার পরিকল্পনা (N.F.P), দাম্পত্য জীবনে নৈতিকতা ও আধ্যাত্মিকতা, পারিবারিক জীবন সহভাগিতা বিষয়ে শিক্ষা প্রদান করা হয়।
Please follow and like us: