সংবাদদাতা: ফাদার লিংকন কস্তা

নবাই বটতলার সেন্ট যোসেফস্ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মহাসমারোহে ও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়। ১১ অক্টোবর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন, শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা সভাপতি ও শিক্ষকমণ্ডলীকে তিলক-চন্দন ও ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে সকল শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান শিক্ষিকা সিস্টার কল্যাণী পালমা এস.সি. স্বাগত বক্তব্য প্রদান করেন। সভাপতি ফাদার স্বপন মার্টিন পিউরীফিকেশন বলেন, শিক্ষকরা হলেন আলোকবর্তিকা, যারা আমাদের অন্তরকে আলোকিত করেন এবং সকল অন্ধকার দূরীভূত করে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলেন। তিনি উপস্থিত সকল শিক্ষকমণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন যেন তারা সর্বদা শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করে।

Please follow and like us: