সংবাদদাতা: ফাদার মিন্টু যোহন রায়
শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লী ভূতাহারায় কাটেখিস্ট দিবস পালন করা হয়। ১৭ অক্টোবর উক্ত দিবসে ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের কাটেখিস্টগণ অংশগ্রহণ করেন। সহার্পিত খ্রিস্টযাগে পৌরহিত্য করেন ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুশীল লুইস পেরেরা। উপস্থিত ছিলেন সহকারী পাল পুরোহিত ফাদার যোহন মিন্টু রায় এবং ডিকন উজ্জ্বল গমেজ।
খ্রিস্টযাগের উপদেশে ফাদার সুশীল লুইস পেরেরা বলেন, প্রত্যেকজন কাটেখিস্ট হলেন যিশুর এক একজন প্রেরণকর্মী। ঐশরাজ্য প্রতিষ্ঠাকল্পে ঈশ্বরের বাণীপ্রচার ও প্রাবক্তিক দায়িত্ব পালন প্রত্যেক কাটেখিস্ট তথা বিশ্বাসীভক্তের পবিত্র দায়িত্ব। খ্রিস্টযাগের পর কাটেখিস্টদের প্রতিজ্ঞা নবায়ন এবং ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানানো হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে ‘প্রেরণ মাসে আমরা প্রেরিত’ মূলসুরের ওপর কথা বলেন ফাদার যোহন মিন্টু রায়। এরপর কাটেখিস্টদের জপমালা ও পবিত্র বাইবেল উপহার প্রদান করা হয়।